দলগত পারফরমেন্সের প্রশংসায় লিটন

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৬:৫২

ঢাকা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : গতরাতে ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ৮৩ রানের জয়ের পেছনে দলগত পারফরমেন্সকে কৃতিত্ব দিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।

শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় জয়ে সিরিজে ১-১’এ সমতা আনে বাংলাদেশ। প্রথম ম্যাচ ৭ উইকেটে হেরেছিল টাইগাররা।

দলে জয়ে বড় অবদান রাখেন অধিনায়ক লিটন দাস। ৫০ বলে ১ চার ও ৫ ছক্কায় ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। পঞ্চম উইকেটে শামীম হোসেনের সাথে ৩৯ বলে ৭৭ রানের জুটিতে বাংলাদেশকে ৭ উইকেটে ১৭৭ রানের লড়াকু সংগ্রহ এনে দেন লিটন। ৫টি চার ও ২টি ছক্কায় ২৭ বলে ৪৮ রান করেন শামীম।

১৩ ইনিংস পর টি-টোয়েন্টিতে হাফ-সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন। নিজের ইনিংস নিয়ে লিটন বলেন, ‘আমি ভালো ক্রিকেট খেলার চেষ্টা করছিলাম। কিন্তু হচ্ছিল না।

শামীমের ইনিংসের প্রশংসা করে লিটন বলেন, ‘শামীমকে কৃতিত্ব দিতে হবে। সে যেভাবে ব্যাট করেছে, অসাধারণ ছিল। ব্যাট করার জন্য এটি ভালো উইকেট। এই উইকেটে সময় নিয়ে খেলতে পারলে, পরবর্তীতে কাজে লাগানো যায়।’

আগের ম্যাচে শ্রীলংকার জয়ের নায়ক ওপেনার কুশাল মেন্ডিস। ৫১ বলে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে ৮ রান করে শামীমের দারুণ থ্রোতে রান আউট হন কুশাল। এটিই ম্যাচের টার্নিং পয়েন্ট বলে জানান লিটন।

ম্যাচ সেরা লিটন বলেন, ‘ভালো ফর্মে আছেন কুশাল। তার আউট দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।’

জবাব দিতে নেমে বাংলাদেশ বোলারদের তোপে ইনিংসের ২৮ বল থাকতে ৯৪ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। ১৮ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার স্পিনার রিশাদ হোসেন। পাশাপাশি শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন ২টি করে উইকেট নেন।

বোলারদের প্রশংসা করতে গিয়ে লিটন বলেন, ‘সে (রিশাদ) দলের জন্য বড় ফ্যাক্টর। যখন সে ভাল বোলিং করে, তখন সব বোলারই ভাল পারফরমেন্স করে। শরিফুলও ভাল বোলিং করেছে।’

বাংলাদেশের দুর্দান্ত ফিল্ডিং ম্যাচে বড় প্রভাব ফেলেছে বলে মনে করেন শ্রীলংকার অধিনায়ক চারিথ আসালঙ্কা। তিনি বলেন, ‘দলের বাজে ব্যাটিং এবং বাংলাদেশের দুর্দান্ত ফিল্ডিং-এর জন্য আমরা হেরেছি।’

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী আসালঙ্কা। তিনি বলেন, ‘ওয়ানডেতে যেমন অবস্থা ছিল, টি-টোয়েন্টিতেও এখন একই পরিস্থিতি। সিরিজে সমতা রয়েছে। পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই অভ্যুত্থানের সাহসী নারীদের ইতিহাস থেকে হারিয়ে যেতে দেবো না: শারমীন মুরশিদ
জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন সফল করতে নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে অস্ট্রেলিয়ার সহায়তার অঙ্গীকার
নীলফামারীতে জাসাস-জিয়া পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত
শেখ হাসিনার বক্তব্যে সিলেটে ক্ষোভ-উত্তেজনা ছড়িয়ে পড়ে, শাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ পেয়েছেন আকতার হোসেন
দুই স্ত্রীসহ সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের দেশত্যাগে নিষেধাজ্ঞা
তারেক ও জুবাইদার খালাসের রায় প্রকাশ
বিশেষ অভিযানে ৩৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
জুলাই মাসের প্রথম ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১,১৯৪  মিলিয়ন ডলার
১০