আফগানিস্তান দল থেকে বাদ ফারুকি-নাইব-জানাত

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩১ আপডেট: : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৫

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ফজলহক ফারুকি-গুলবাদিন নাইব ও কারিম জানাতকে বাদ দিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য আলাদা দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

দলে নতুন মুখ হিসেবে নেওয়া হয়েছে বাঁ-হাতি পেসার বশির আহমাদ ও ব্যাটার ওয়াফিউল্লাহ তারাখিলকে। শুধুমাত্র টি-টোয়েন্টি দলে আছেন তারাখিল। 

২০ বছর বয়সী বশির ঘরোয়া ক্রিকেটে ৫টি লিস্ট ‘এ’ ম্যাচে ৪টি এবং ১৪টি টি-টোয়েন্টিতে ১২ উইকেট শিকার করেছেন। 

১৮ বছর বয়সী তারাখিল ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচে ৫ হাফ-সেঞ্চুরিতে ৭৯৪ রান করেন। সম্প্রতি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শপাগিজা ক্রিকেট লিগে ৯ ইনিংসে ৩৭.২৫ গড় ও ১৫৫.২০ স্ট্রাইক রেটে তৃতীয় সর্বোচ্চ ২৯৮ রান করেছেন তিনি।

টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেও ওয়ানডে দলে জায়গা ধরে রেখেছেন রহস্যময় স্পিনার এএম গাজানফার। রহমাত শার সাথে টি-টোয়েন্টি দলে রিজার্ভ তালিকায় আছেন গাজানফার। 

আফগানিস্তানের টি-টোয়েন্টি দলে স্পিনার হিসেবে আছেন অধিনায়ক রশিদ খান, নূর আহমাদ, মুজিব উর রাহমান ও মোহাম্মাদ নবি। 

হাসমতুল্লাহ শাহিদির নেতৃত্বাধীন ওয়ানডে দলেও স্পিনার চার জন। তারা হলেন- রশিদ, নবি, গাজানফার ও নাঙ্গেয়ালিয়া খারোটে।

২ অক্টোবর টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও আফগানিস্তান। শারজাহতে সিরিজের পরের দুই ম্যাচ হবে যথাক্রমে- ৩ ও ৫ অক্টোবর। আবু ধাবিতে তিনটি ওয়ানডে হবে যথাক্রমে- ৮, ১১ ও ১৪ অক্টোবর।

চলমান এশিয়া কাপে একই গ্রুপে ছিল বাংলাদেশ ও আফগানিস্তান। গ্রুপ পর্বে বাংলাদেশের কাছে ৮ রানে হারে আফগানরা। শেষ পর্যন্ত গ্রুপ পর্ব থেকে এশিয়া কাপ মিশন শেষ করে তারা।

আফগানিস্তান টি-টোয়েন্টি দল : রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রাহমানুল্লাহ গুরবাজ, মোহাম্মাদ ইসহাক, সেদিকুল্লাহ আটাল, ওয়াফিউল্লাহ তারাখিল, ডারউইশ রাসুলি, আজমতুল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবি, শারাফুদ্দিন আশরাফ, নূর আহমাদ, মুজিব উর রাহমান, বশির আহমাদ, ফারিদ আহমাদ, আব্দুতুল্লাহ আহমাদজাই।

রিজার্ভ: এএম গাজানফার, রহমত শাহ
আফগানিস্তান ওয়ানডে দল : হাশমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমাত শাহ, রাহমানল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আটাল, দারউইশ রাসুলি, আজমতুল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোটে, এএম গাজানফার, আব্দুল্লাহ আহমাদজাই, বশির আহমাদ, মোহাম্মাদ সেলিম সফি।
রিজার্ভ : বিলাল সামি, ফারিদুন দাউদজাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
নিয়োগে অনিয়মের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে বিমান
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিডিও চালুর জন্য বেপজা-এইচএসবিসি চুক্তি
শাবিপ্রবির সেন্ট্রাল ক্যাফেটেরিয়া সম্প্রসারণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষার সময় বাড়ল
জনগণের পরিকল্পনাতেই হবে জলবায়ু সহনশীল শহর
রাজধানীতে আওয়ামী লীগের আরও ৮ নেতা-কর্মী গ্রেফতার 
মাইলস্টোন ট্র্যাজেডি: আরও ২ শিক্ষার্থীকে রিলিজ দিলো বার্ন ইনস্টিটিউট
মুজিব-নূরকে তিরস্কার আইসিসির
তরুণরা যুক্ত হলে ভবিষ্যৎ জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব : পরিবেশ উপদেষ্টা
১০