ভারতের চ্যালেঞ্জ মোকাবেলা জন্য আত্মবিশ্বাসী বাংলাদেশ

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৩

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : এশিয়া কাপ সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে সহজ জয়ে টুর্নামেন্টের ফাইনালে খেলার স্বপ্ন পূরণের লক্ষ্যে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। 

ভারতের বিপক্ষে পরের ম্যাচটি এখন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। ঐ ম্যাচটি টাইগারদের ভাগ্য নির্ধারণ করতে পারে।

ভারতের বিপক্ষে জয় পেলে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচের পর দিনই পাকিস্তানের মুখোমুখি হতে হবে টাইগারদের। 

দুবাইতে তীব্র গরমের কারণে টানা দুই দিনে দুই ম্যাচ খেলা সবসময় কঠিন ও চ্যালেঞ্জিং। তারপরও শক্তিশালী দুই প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। 

আপাতত ভারত ম্যাচ ঘিরেই সব ভাবনা বাংলাদেশের। ভারতকে হারানোর পরিকল্পনা কষছে তারা। যদিও ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি পরিসংখ্যান খুবই খারাপ। তারপরও টুর্নামেন্টে ধারাবাহিকতার কারণে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। 

অতীতে পারফরমেন্সের ধারাবাহিকতা থাকায় ভারতকে হারাতে পেরেছিল বাংলাদেশ। একই সাথে ভারতের বিপক্ষে ম্যাচে সবসময়ই উজ্জীবিত থাকে টাইগাররা। 

শ্রীলংকার বিপক্ষে ৪ উইকেটের গুরুত্বপূর্ণ জয়ে ৪৫ বলে ৬১ রান করে অবদান রাখা সাইফ বলেন, ‘আমরা ফাইনালে পৌঁছানোর ব্যাপারে আত্মবিশ্বাসী। ড্রেসিংরুমে সবার বিশ্বাস আছে, আমরা ফাইনালে উঠব। তাই শ্রীলংকাকে হারানোর পর আমরা এখন এক ধাপ এগিয়ে গিয়েছি। আমাদের এখনও দু’টি ম্যাচ বাকি আছে।’

এ পর্যন্ত তিনবার এশিয়া কাপের ফাইনালে খেলে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। ভারতের কাছে দু’বার এবং একবার পাকিস্তানের কাছে ফাইনালে হার মানে টাইগাররা।

সাইফ বলেন, ‘ট্রফি জিততে হলে অবশ্যই আমাদের বড় স্বপ্ন দেখতে হবে। কিন্তু আমাদের ধাপে ধাপে এগিয়ে যাওয়া উচিত। আমাদের পরবর্তী ফোকাস ভারতের বিপক্ষে ম্যাচ। ঐ ম্যাচের পর আমরা পরবর্তী ধাপ নিয়ে ভাবব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিমান পরিবহন ও পর্যটন খাতে পরিষেবা উন্নয়নে গুরুত্বারোপ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত  
ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের পক্ষে উপহার বিতরণ
সাতক্ষীরার সীমান্ত থেকে ভারতীয় ওষুধ ও মদ জব্দ
জাবিতে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু, উপাচার্যের অভিনন্দন
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চারজন পরিচালক নিয়োগ
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা: বাণিজ্য উপদেষ্টা
নীলফামারীতে অগ্নিকান্ডে ৩০টি ঘর ভস্মীভূত 
চাকসু নির্বাচন : ছাত্র ইউনিয়ন-ছাত্রফ্রন্টের প্যানেল ঘোষণা
ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক
১০