রাজশাহী, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বের ২টি ম্যাচ আজ অনুষ্ঠিত হয়েছে।
রোববার অনুষ্ঠিত প্রথম ম্যাচে সফররত মানিকগঞ্জ জেলা ও খুলনা জেলা দলের ম্যাচটি গোলশুন্য ড্র হয়।
দিনের অন্য খেলায় ঠাকুরগাঁও ৩-০ গোলে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে পরাজিত করেছে। বিজয়ী দলের পক্ষে রুনা ২টি ও সঙ্গিতা ১টি গোল করে।
চ্যাম্পিয়নশীপে রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও ও ময়মনসিংহ সেমিফাইনালে উঠেছে। আগামীকাল সোমবার কোন ম্যাচ নেই। মঙ্গলবার ১ম সেমিফাইনালে রংপুর ও চাঁপাইনবাবগঞ্জ এবং ২য় সেমিফাইনালে ঠাকুরগাঁও ও ময়মনসিং জেলা মুখোমুখি হবে।