ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : এশিয়া কাপে সুপার ফোর পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।
গ্রুপ পর্বে ওমানের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে ভারত। আর্শদীপ সিং ও হর্ষিত রানার পরিবর্তে একাদশে ফিরেছেন জসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।
স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলা আগের ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে পাকিস্তান। হাসান নাওয়াজ ও খুশদিল শাহর জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ফাহিম আশরাফ ও হুসেন তালাত।
গ্রুপ পর্বে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল ভারত।
ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে এশিয়া কাপে ২০ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এরমধ্যে ভারতের জয় ১১ বার ও পাকিস্তানে ৬বার। ৩ ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
ভারত একাদশ : সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।
পাকিস্তান একাদশ : সালমান আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হুসেন তালাত, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।