ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় শাস্তির কবলে পড়েছেন আফগানিস্তানের দুই স্পিনার মুজিব উর রহমান ও নূর আহমাদ।
আফগানিস্তানের এই দুই স্পিনারকে তিরস্কার করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
পাশাপাশি নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে মুজিব ও নূরের। গত ২৪ মাসের মধ্যে এটা প্রথম অপরাধ তাদের।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, শ্রীলংকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২.৮ ধারা ভাঙেন নূর। এই অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করলে এই শাস্তির বিধান রয়েছে।
আইসিসি আরও জানায়, মুজিবের বিরুদ্ধে ২.২ ধারা ভঙের অভিযোগ উঠেছে। এই অনুচ্ছেদে ‘ক্রিকেটের কোন সরঞ্জামের অপব্যবহারের’ কথা আছে।
মাঠের দুই আম্পায়ার, তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের অভিযোগে মুজিব ও নূরকে শাস্তি দিয়েছেন আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। দুই আফগান ক্রিকেটার দোষ স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি।
শ্রীলংকার কাছে ঐ ম্যাচ ৬ উইকেটে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নেয় আফগানিস্তান।