ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ ডান-হাতি মিডল অর্ডার ব্যাটার ও উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন। দলে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার।
আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও পেসার নাহিদ রানা। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন মাহিদুল ও সৌম্য।
প্রথমবারের মত ওয়ানডে দলে ডাক পেয়েছেন মাহিদুল। এর আগে বাংলাদেশের হয়ে একটি টেস্ট খেলেছেন তিনি। ২০২৪ সালের অক্টোবরে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তার। এ টেস্টের প্রথম ইনিংসে শূন্য ও দ্বিতীয় ইনিংসে ২৯ রান করেন মাহিদুল।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ৯৬ ম্যাচে ৪ সেঞ্চুরি ও ২৮ হাফ-সেঞ্চুরিতে ৩৪২৯ রান করেছেন মাহিদুল। ব্যাটিং গড়- ৪৪.৫৩ ও স্ট্রাইক রেট ৭২.৫৭।
এ বছরের ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন সৌম্য। ঐ আসরে মাত্র ১টি ম্যাচ খেলার সুযোগ পান তিনি। ভারতের বিপক্ষে ঐ ম্যাচে ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি সৌম্য। এরপর দল থেকে বাদ পড়েন তিনি। ফলে শ্রীলংকা ও আফগানিস্তানের বিপক্ষে পরের দুই সিরিজে দলে সুযোগ পাননি এই বাঁ-হাতি ব্যাটার।
মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে আগামী ১৮ অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে হবে যথাক্রমে- ২১ ও ২৩ অক্টোবর।
বাংলাদেশ ওয়ানডে দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক) , তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও হাসান মাহমুদ।