ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ।
এ ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কনের। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৯৬ ম্যাচে ৩৪২৯ রান করেছেন তিনি। এছাড়া বাংলাদেশের হয়ে ১টি টেস্টও খেলেছেন মাহিদুল।
একাদশে ফিরেছেন ব্যাটার সৌম্য সরকার, দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। এ বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বশেষ ওয়ানডে খেলেছেন সৌম্য। এ মাসেই আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে খেলেননি মুস্তাফিজ ও তাসকিন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত ৪৭ ম্যাচ খেলে ২১টিতে জিতেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের জয় ২৪টিতে। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়।
বাংলাদেশ একাদশ : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : শাই হোপ (অধিনায়ক), ব্রান্ডন কিং, অ্যালিক আথানাজে, কেসি কার্টি, শেরফেন রাদারফোর্ড, জাস্টিন গ্রেভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, গুদাকেশ মোতি, খারি পাইরি ও জেইডেন সিলস।