ঢাবি আন্তঃবিভাগ ফুটবলে রাষ্ট্রবিজ্ঞান ও প্রাণিবিদ্যা বিভাগ চ্যাম্পিয়ন

বাসস
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৯:১০ আপডেট: : ১৯ নভেম্বর ২০২৫, ১৯:১৪

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় উত্তরাঞ্চলের ফাইনালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ৩-০ গোলে ফিন্যান্স বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। 

উত্তরাঞ্চলের ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তরিকুল ইসলাম। একই বিভাগের জিকো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে দক্ষিণাঞ্চলের ফাইনালে প্রাণিবিদ্যা বিভাগ ট্রাইবেকারে ২-১ গোলে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। দক্ষিণাঞ্চলের প্রতিযোগিতার ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের তাসিন। একই বিভাগের গোলকিপার অপু টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনাল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন।  

ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল কমিটির সভাপতি অধ্যাপক ড. মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাকসু’র ভিপি সাদিক কায়েম এবং ডাকসু’র ক্রীড়া সম্পাদক আরমান হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কেসিসি’র কর্মকর্তাদের সঙ্গে নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের মতবিনিময় 
ঝিনাইদহ সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
শেখ হাসিনার কতবার ফাঁসি হবে তা কেউ বলতে পারবে না: আমান 
বিদ্যুৎ খাতে বিনিয়োগ আকর্ষণে পূর্বানুমানযোগ্য নীতি প্রয়োজন: বিশেষজ্ঞদের অভিমত
বান্দরবান-কেওক্রাডং পর্বতে যাতায়াত বিষয়ে সভা 
রয়টার্স মন্তব্য করেনি এমন বিষয়ে বিভ্রান্তি ও অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট
কেজিডিসিএল ব্যবস্থাপকসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সিরাজগঞ্জে রোপা আমনের বাম্পার ফলন 
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় আগামীকাল
বাংলাদেশের প্রথম পরাজয়
১০