রাজস্ব কর্মকর্তাদের ব্যবসায়ীদের প্রতি সহানুভূতিশীল হতে বলেছেন এনবিআর চেয়ারম্যান

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৯:০৭
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সম্মেলন কক্ষে আয়োজিত বেশ কয়েকটি ব্যবসায়ী সমিতির সাথে প্রাক-বাজেট সভায় কথা বলেন এনবিআর চেয়ারম্যান। ছবি: পিআইডি

ঢাকা, ১৩ মার্চ, ২০২৫ (বাসস): জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান দেশে ব্যবসার সমৃদ্ধির জন্য ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি রাজস্ব কর্মকর্তাদের আরও সহানুভূতিশীল হতে বলেছেন।

তিনি বলেন, ‘আমরা যদি ব্যবসায়ীদের প্রতি সহানুভূতিশীল না হই, তাহলে দেশে ব্যবসা বাড়বে না। আমি রাজস্ব কর্মকর্তাদের আরও সহানুভূতিশীল হতে বলছি, এবং এটাই বাস্তবতা।’

আজ রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সম্মেলন কক্ষে আয়োজিত বেশ কয়েকটি ব্যবসায়ী সমিতির সাথে প্রাক-বাজেট সভায় এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান।

তিনি বলেন, অগ্রাধিকার দেওয়ার জন্য কম কর নেওয়া বা বেশি কর আরোপ করা উভয়ই অন্যায্য এবং শাস্তিযোগ্য বিষয়। দুর্ভাগ্যবশত আমরা কখনই এই বিষয়গুলো চিহ্নিত করি না এবং কোনও পদক্ষেপও নেই না। এখন থেকে আমরা এই বিষয়গুলো চিহ্নিত করব এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেব।

রহমান বলেন, আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ব্যবসায়ীদের জন্য যুক্তিসঙ্গত হবে যাতে তারা এর থেকে কিছু সুবিধা পেতে পারে।

আবদুর রহমান খান বলেন, দেশে উপজেলা এবং জেলা পর্যায়ে অনেক গ্রোথ সেন্টার রয়েছে যেখানে ব্যবসায়িক কার্যকলাপের পরিমাণ বিশাল। কিন্তু এই ব্যক্তিরা করের আওতায় নেই। আয়কর অফিস তাদের কাজ শুরু করেছে এবং ভ্যাট কমিশনারেটরাও তাদের কাজ শুরু করবে।

চট্টগ্রাম কাস্টমস হাউসে কিছু দুর্নীতির অভিযোগের বিষয়ে এনবিআর চেয়ারম্যান যদি কেউ দোষী সাব্যস্ত হন বা কোনও অপকর্ম করার সময় ধরা পড়েন, তাহলে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সদস্যকে নির্দেশ দেন।
হ্রাসকৃত কর সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি যথেষ্ট হয়েছে, দীর্ঘদিন ধরে আপনি হ্রাসকৃত কর দিচ্ছেন, এখন সময় এসেছে স্ট্যান্ডার্ড হারে কর প্রদানের।’

এনবিআর চেয়ারম্যান আরও উল্লেখ করেন, গত কয়েক মাস ধরে এনবিআর কর অব্যাহতি সম্পর্কিত বেশ কয়েকটি এসআরও বাতিল করেছে। সকল এসআরও ২০২৫ সালের জুনে শেষ হবে এবং এগুলো আর বাড়ানো হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিল থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে র‌্যাব
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৯৫৪ মামলা
৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করেছে ইসি
যুদ্ধের জন্য রাশিয়াকে ‘পুরস্কৃত’ করা উচিত নয় : জেলেনস্কি
সাবেক যুবদল নেতা মোস্তাফিজুর রহমান টোটনের দাফন সম্পন্ন
শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনাসভা 
ঢাবির জাপানি স্টাডিজ বিভাগে ল্যাব ও স্মার্ট ক্লাসরুম উদ্বোধন
স্বৈরাচার হাসিনার পতনের মধ্যদিয়ে দেশের মানুষের মুক্তি মিলেছে : শিমুল বিশ্বাস
১০