ভারত ও পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে এলো ৪৮ হাজার টন চাল

বাসস
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১৬:৩০ আপডেট: : ১৫ মার্চ ২০২৫, ১৬:৩৩
ভারত ও পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে এলো ৪৮ হাজার টন চাল। ছবি: বাসস

চট্টগ্রাম, ১৫ মার্চ, ২০২৫ (বাসস): চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারত ও পাকিস্তান থেকে চালবোঝাই আরও দুটি জাহাজ। একদিনের ব্যবধানে দুটি জাহাজ বন্দরে পৌঁছায়। এবার এসেছে ৪৮ হাজার ৭৫০ টন আতপ ও সিদ্ধ চাল। এর মধ্যে পাকিস্তান থেকে আসে ২৬ হাজার ২৫০ টন এবং ভারত থেকে আসে ২২ হাজার ৫০০ টন চাল।

চট্টগ্রাম বন্দরের সাইলো জেটি ও কাফকো-সংলগ্ন জেটিতে এই দুই জাহাজ নোঙর করে বলে আজ শনিবার দুপুরে নিশ্চিত করেছেন খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা।

পাকিস্তানি পতাকাবাহী জাহাজটি শুক্রবার চট্টগ্রাম সাইলো জেটিতে বার্থিং করেছে দাবি করে তিনি বলেন, জাহাজ এমভি মারিয়ম গত ১১ মার্চ ২৬ হাজার ২৫০ টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে প্রবেশ করে।

অন্যদিকে ১২ মার্চ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে প্রবেশ করে ভারতের পতাকাবাহী জাহাজ এমভি তানাইস ড্রিম। জাহাজটি শুক্রবার কাফকো সংলগ্ন জেটিতে বার্থ করেছে। এ জাহাজ থেকে ২২ হাজার ৫০০ টন নন-বাসমতি সিদ্ধ চাল আনা হয়েছে।

পাকিস্তানের জাহাজ এমভি মারিয়মে আসা চালের নমুনা সংগ্রহ শেষে ভৌত বিশ্লেষণ সম্পন্ন হয়েছে মন্তব্য করে জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা বলেন, এই চালের খালাস কার্যক্রম শুরু হয়েছে। অন্যদিকে ভারত থেকে আসা জাহাজ এমভি তানাইস ড্রিমের চালগুলোর নমুনা সংগ্রহ করা শেষ হয়েছে।

এর আগে বুধবার (১২ মার্চ) ভারত ও ভিয়েতনাম থেকে আমদানি করা ৩৮ হাজার ৮৮০ টন চাল বাংলাদেশে এসে পৌঁছে। জি-টু-জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ১৭ হাজার ৮০০ টন আতপ চাল এবং আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির আওতায় ভারত থেকে ২১ হাজার ৮০ টন সিদ্ধ চাল কেনা হয়েছে।

গত ৮ মার্চ আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত থেকে আরও ৬ হাজার টন সিদ্ধ চাল আমদানি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানে ‘ওয়ার্ল্ড এক্সপোতে’ বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন
জামায়াত নেতৃবৃন্দের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সংস্কার যাত্রা শুরু না হওয়া পর্যন্ত গণঅভ্যুত্থান সফল হবে না: রাষ্ট্র সংস্কার আন্দোলন
বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
২০২৬ সালের মধ্যে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি চুড়ান্ত করতে চায় বাংলাদেশ-ইইউ
ডিপিএল: কাল আবাহনী-মোহামেডান হাইভোল্টেজ লড়াই
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন হাসপাতালে ভর্তি
২০২৬ সালের প্রথম দিকে পটুয়াখালী ইপিজেডে প্লট বরাদ্দ শুরু করবে বেপজা
জীবাশ্ম নির্ভর জ্বালানি মহাপরিকল্পনা সংশোধনের দাবি তরুণ জলবায়ু কর্মীদের
নাগরিক কমিটির বহিষ্কৃত সদস্য পিংকি কারাগারে
১০