বাংলাদেশে সিনথেটিক ফেব্রিক্স খাতে বিনিয়োগ করতে চায় শ্রীলংকা

বাসস
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৭:১৪ আপডেট: : ১৬ মার্চ ২০২৫, ১৭:২২
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৬ মার্চ ২০২৫ (বাসস) : বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার ধর্মপাল বীরাক্কোদি জানিয়েছেন, তার দেশের  উদ্যোক্তারা বাংলাদেশের সিনথেটিক ফেব্রিক্স খাতে বিনিয়োগ করতে চায়।  

এছাড়াও স্বাস্থ্যসেবা, পর্যটন, তথ্যপ্রযুক্তি, শিক্ষা এবং ওষুধ শিল্পে দু’দেশের উদ্যোক্তাদের যৌথ বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন শ্রীলংকান হাইকমিশনার। 

ঢাকা চেম্বার কার্যালয়ে আজ রোববার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন শ্রীলংকার হাইকমিশনার ধর্মপাল বীরাক্কোদি। 

এছাড়াও বৈঠকে শ্রীলংকার হাইকমিশনার বাংলাদেশের স্থানীয় পর্যটন খাতের উন্নয়নে শ্রীলংকার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোর জন্য বাংলাদেশের উদ্যেক্তাদের প্রতি তিনি আহ্বান জানান। 

তিনি বলেন, শ্রীলংকা ইতোমধ্যে বেশ কয়েকটি দেশের সাথে পিটিএ স্বাক্ষর করেছে। বাংলাদেশে ও শ্রীলংকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে অতি দ্রুত পিটিএ স্বাক্ষর দরকার বলে মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ২০২৩-২৪ অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১৩৪ দশমিক ০৬ মিলিয়ন মার্কিন ডলার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য প্রতিবছর প্রায় ৯ দশমিক ৫ শতাংশ হারে বাড়ছে।  আর্থিক খাত, টেক্সটাইল, বিদ্যুৎ, নির্মাণ এবং ওষুধ শিল্প খাতে শ্রীলংকার বেশকিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান ইতোমধ্যে বাংলাদেশে প্রায় ৪২৮ দশমিক ৫৬ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ করেছে বলে উল্লেখ করে তিনি বাংলাদেশের কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, নির্মাণ শিল্প, স্বাস্থ্য সেবা, পর্যটন, তথ্যপ্রযুক্তি এবং এফএমসিজি খাতে আরো বিনিয়োগ করার জন্য শ্রীলংকান উদ্যোক্তাদের আহ্বান জানান। সেই সাথে গভীর সমুদ্রে মৎস্য আহরণ, পর্যটন, শিপিং প্রভৃতি খাতে শ্রীলংকার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তার উপর গুরুত্বারোপ করেন তাসকীন আহমেদ। তিনি আরো বলেন, বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার প্রস্তাবিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষরের বিষয়টি দুদেশের সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে দ্রুত সম্পন্ন করা প্রয়োজন, যার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বহুলাংশে বৃদ্ধি পাবে।

এসময় ডিসিসিআই ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী, সহসভাপতি মো. সালিম সোলায়মান এবং শ্রীলংকা দূতাবাসের কনস্যুলর (কমার্শিয়াল) শ্রীমালি জয়ারত্নে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানে ‘ওয়ার্ল্ড এক্সপোতে’ বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন
জামায়াত নেতৃবৃন্দের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সংস্কার যাত্রা শুরু না হওয়া পর্যন্ত গণঅভ্যুত্থান সফল হবে না: রাষ্ট্র সংস্কার আন্দোলন
বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
২০২৬ সালের মধ্যে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি চুড়ান্ত করতে চায় বাংলাদেশ-ইইউ
ডিপিএল: কাল আবাহনী-মোহামেডান হাইভোল্টেজ লড়াই
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন হাসপাতালে ভর্তি
২০২৬ সালের প্রথম দিকে পটুয়াখালী ইপিজেডে প্লট বরাদ্দ শুরু করবে বেপজা
জীবাশ্ম নির্ভর জ্বালানি মহাপরিকল্পনা সংশোধনের দাবি তরুণ জলবায়ু কর্মীদের
নাগরিক কমিটির বহিষ্কৃত সদস্য পিংকি কারাগারে
১০