বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনে বিনিয়োগ বৃদ্ধি করবে যুক্তরাজ্য

বাসস
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৮:৩৩
যুক্তরাজ্যের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ব্যারোনেস গুস্তাফসন অব চেস্টারটনের সঙ্গে সাক্ষাৎ করেন বিডা ও বেজা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ছবি: বিডা

ঢাকা, ১৭ মার্চ, ২০২৫ (বাসস): বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করতে সম্প্রতি ইংল্যান্ডে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ গুরুত্ব পেয়েছে শিক্ষা, বিমান পরিবহণ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধির বিষয়টি।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সম্প্রতি যুক্তরাজ্যের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ব্যারোনেস গুস্তাফসন অব চেস্টারটন-এর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও দৃঢ় করার উপায় নিয়ে আলোচনা হয়।

গত ১০-১৩ মার্চ যুক্তরাজ্য সফরকালে আশিক মাহমুদ বিন হারুন ব্রিটিশ সরকারের সিনিয়র কর্মকর্তাদের পাশাপাশি ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশীদের সঙ্গেও মতবিনিময় করেন। সফর সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাজ্যের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের আলোচনা মূলত বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি শিল্প ও পরিষেবা খাতে বিনিয়োগ সম্প্রসারণ কেন্দ্রিক ছিল।’

এই সফরে যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন অব ডনকাস্টার ঢাকায় আগামী ৭-১০ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এ যুক্তরাজ্যের সক্রিয় অংশগ্রহণের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। এ ছাড়া, যুক্তরাজ্যের এফসিডিও’র ইন্দো-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মহাপরিচালক ওয়েন জেনকিন্স বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও বিনিয়োগবান্ধব নীতির প্রতি যুক্তরাজ্যের সমর্থনের আশ্বাস দেন।

সফরে যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্য দপ্তর (ডিবিটি) এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (এমওডি) সঙ্গে শিল্প উন্নয়ন, উন্নত প্রযুক্তি ও অবকাঠামো খাতে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি এইচএসবিসি, এয়ারবাস, ডিউহার্ষ্ট গ্রুপ এবং মেনজিস-এর মতো যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

বিডা ও বেজা প্রধান এছাড়াও শিক্ষা ও গবেষণা খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিভার্সিটি অব লন্ডন, এসওএএস-এর সঙ্গে একাডেমিক অংশীদারিত্ব, গবেষণা সহযোগিতা এবং তরুণদের দক্ষতা উন্নয়ন নিয়েও আলোচনা করেন। 

যুক্তরাজ্যের ‘মেইড ইন দ্য ইউকে, সোল্ড টু দ্য ইন্দো-প্যাসিফিক’ রোডশোর অংশ হিসেবে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন মূল প্রবন্ধ উপস্থাপন করেন, যেখানে তিনি বাংলাদেশের কৌশলগত অবস্থান, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং আঞ্চলিক উৎপাদন কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেন। 

এ সুযোগ ব্রিটিশ বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত লাভজনক হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

সফরকালে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন এবং যুক্তরাজ্যের ব্যবসায়ী সংগঠন ও বাণিজ্য গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা করেন, যা বাংলাদেশকে উচ্চ সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে।

বাংলাদেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) করার ক্ষেত্রে বর্তমানে যুক্তরাজ্য শীর্ষ অবস্থানে রয়েছে। দেশে ২০২৩-২৪ অর্থ বছরে মোট বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ছিল ২.৯ বিলিয়ন মার্কিন ডলার। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানে ‘ওয়ার্ল্ড এক্সপোতে’ বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন
জামায়াত নেতৃবৃন্দের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সংস্কার যাত্রা শুরু না হওয়া পর্যন্ত গণঅভ্যুত্থান সফল হবে না: রাষ্ট্র সংস্কার আন্দোলন
বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
২০২৬ সালের মধ্যে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি চুড়ান্ত করতে চায় বাংলাদেশ-ইইউ
ডিপিএল: কাল আবাহনী-মোহামেডান হাইভোল্টেজ লড়াই
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন হাসপাতালে ভর্তি
২০২৬ সালের প্রথম দিকে পটুয়াখালী ইপিজেডে প্লট বরাদ্দ শুরু করবে বেপজা
জীবাশ্ম নির্ভর জ্বালানি মহাপরিকল্পনা সংশোধনের দাবি তরুণ জলবায়ু কর্মীদের
নাগরিক কমিটির বহিষ্কৃত সদস্য পিংকি কারাগারে
১০