আগামী দিনে সামগ্রিক শুল্ক কাঠামো হ্রাস পেতে পারে: এনবিআর চেয়ারম্যান

বাসস
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১৮:০৪
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। ফাইল ছবি

ঢাকা, ১৮ মার্চ, ২০২৫ (বাসস):  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান আগামী দিনে দেশের সামগ্রিক শুল্ক কাঠামো হ্রাস পাওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।

আজ রাজধানীর আগারগাঁও এলাকার রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে প্রাক-বাজেট সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আমরা স্বল্পোন্নত দেশে উন্নীত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আর ইচ্ছামত শুল্ক আরোপ করতে পারি না। তাই আমরা ধীরে ধীরে এই শুল্ক কমাব।’

এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব বোর্ড রাজস্ব আহরণের মূল ক্ষেত্র হিসেবে আয়কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট)-এর ওপর জোর দিচ্ছে।

তিনি আরো বলেন, ‘সকল শুল্ক বিষয় বাণিজ্য সুবিধার প্রতি লক্ষ্য রেখে করা উচিত, রাজস্ব সংগ্রহের জন্য নয়।’

আব্দুর রহমান বলেন, যে কোনো শুল্ক হ্রাস বা আরোপ জাতীয় স্বার্থের জন্য করা হয়।

এনবিআর চেয়ারম্যান আরো বলেন,‘আমরা কেবল রাজস্ব আদায় বাড়ানোর জন্য শুল্ক বৃদ্ধি করব না, স্থানীয় শিল্পের সুরক্ষা ও জাতীয় স্বার্থ রক্ষার জন্যই এটি করা হবে।’

মো. আব্দুর রহমান খান বলেন, করদাতাদের জন্য কর ব্যবস্থা আরও সুবিধাজনক করতে এনবিআর কাজ করছে।

তিনি আশ্বাস প্রদান করে বলেন, ‘আমরা নিশ্চিত করব যে, আপনারা যাতে নিপীড়নের শিকার না হন।’

ভ্যাট হার সম্পর্কে তিনি বলেন, যদি সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান একমত হয়, তাহলে এনবিআর একক ভ্যাট হারের দিকে অগ্রসর হবে।

তিনি আরও আশ্বাস দেন যে আসন্ন বাজেটে কর্পোরেট করের হার যৌক্তিক করা হবে। 

ট্যাক্স ফাইল অডিট সম্পর্কে এনবিআর চেয়ারম্যান বলেন, সিস্টেমের সম্পূর্ণ অটোমেশন না হওয়া পর্যন্ত, আয়কর ও ভ্যাট ফাইলের জন্য অডিট বাছাই বন্ধ রাখা হয়েছে।

তিনি আরো বলেন, অটোমেশন সম্পন্ন হলে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে অডিট বাছাই করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানে ‘ওয়ার্ল্ড এক্সপোতে’ বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন
জামায়াত নেতৃবৃন্দের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সংস্কার যাত্রা শুরু না হওয়া পর্যন্ত গণঅভ্যুত্থান সফল হবে না: রাষ্ট্র সংস্কার আন্দোলন
বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
২০২৬ সালের মধ্যে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি চুড়ান্ত করতে চায় বাংলাদেশ-ইইউ
ডিপিএল: কাল আবাহনী-মোহামেডান হাইভোল্টেজ লড়াই
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন হাসপাতালে ভর্তি
২০২৬ সালের প্রথম দিকে পটুয়াখালী ইপিজেডে প্লট বরাদ্দ শুরু করবে বেপজা
জীবাশ্ম নির্ভর জ্বালানি মহাপরিকল্পনা সংশোধনের দাবি তরুণ জলবায়ু কর্মীদের
নাগরিক কমিটির বহিষ্কৃত সদস্য পিংকি কারাগারে
১০