ঢাকা, ২০ মার্চ ২০২৫ (বাসস) : বিশ্বমানের কিয়া সিরাটো সিডান কার বাজারজাত করছে প্রগতি ইন্ডাস্ট্রিজ।
বুধবার প্রগতি ইন্ডাস্ট্রিজের ঢাকাস্থ আঞ্চলিক অফিস ও শো’রুম হতে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের নিকট হস্তান্তরের মাধ্যমে এ বাজারজাত কার্যক্রম শুরু করে প্রগতি ইন্ডাস্ট্রিজ। আধুনিক ফিচার সমৃদ্ধ কিয়া সিরাটো সিডান কারটি প্রতিষ্ঠানটিতে সংযোজিত করা হয়। প্রগতির ব্যবস্থাপনা পরিচালক মো: আবুল কালাম আজাদ এসিএস জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রতিনিধি সহকারী পরিচালক (অর্থ ও অডিট) ও হিসাবরক্ষণ কর্মকর্তা ড. মো: রেজাউল কবিরের নিকট গাড়ির চাবি তুলে দেন।
এসময় প্রগতির ঢাকা আঞ্চলিক অফিসের ইনচার্জ মিজ মরিয়ম পারভীন, বিপণন বিভাগীয় প্রধান মো. সাইদুর রহমান জামালীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কিয়া কোম্পানী’র এ গাড়ি রানওয়ে রেডসহ আটটি ভিন্ন ভিন্ন কালারে পাওয়া যাচ্ছে । ১৫৯১ সিসির গাড়িটিতে আছে গামা ১.৬ এমপিআই গ্যাসোলিন জ্বালানি সাশ্রই ইঞ্জিন, সানরুফসহ অত্যাধুনিক সুযোগ-সুবিধা। ভ্যাট ট্যাক্সসহ এ গাড়ির দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ লাখ টাকা।