ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস): এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আজ একটি ব্যবসায়িক সুযোগ সেমিনার (বিওএস) আয়োজন করে, যার লক্ষ্য ছিল বিভিন্ন চলমান এবং আসন্ন প্রকল্প সম্পর্কে তথ্য প্রদান এবং সুযোগের প্ল্যাটফর্ম তৈরি করা।
এডিবি-অর্থায়িত প্রকল্পগুলোর জন্য আয়োজিত বিওএস-এ ৫০০-এর বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিল সরবরাহকারী, ঠিকাদার, পরামর্শক, সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং কূটনৈতিক সম্প্রদায়ের সদস্যরা।
সেমিনারটি উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। বিভিন্ন ব্যবসায়িক ও বাণিজ্য সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরাও এতে অংশ নেন।
এডিবির ক্রয়, পোর্টফোলিও এবং আর্থিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক জেসপার পেডারসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
পেডারসেন উন্নয়নশীল সদস্য দেশগুলোর ক্রমবর্ধমান এবং পরিবর্তিত চাহিদা পূরণের জন্য এডিবির প্রচেষ্টার কথা তুলে ধরেন, যেখানে ক্রয়ের ক্ষেত্রে টেকসইতা, স্বচ্ছতা এবং গুণগত মানের উপর জোর দেওয়া হয়েছে।
কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিওং বলেন, ‘বাংলাদেশ যখন তার অর্থনীতিকে বৈচিত্র্যময় করে তোলার জন্য অর্থনৈতিক রূপান্তরকে এগিয়ে নিতে সংস্কার বাস্তবায়নের মাধ্যমে ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে, তখন দ্রুত প্রকল্প বাস্তবায়নের জন্য দক্ষতা ও কর্মদক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘আমরা অংশীজনদের সাথে কাজ করছি যাতে অর্থনীতি, দক্ষতা, ন্যায্যতা, স্বচ্ছতা, গুণগত মান এবং অর্থের যথাযথ মূল্য নিশ্চিত করে ক্রয় প্রক্রিয়ার সময় কমানো যায়। এডিবির কৌশলগত দিকনির্দেশনার অংশ হিসেবে আমরা বেসরকারি খাতের ব্যবসায়িক সুযোগও সম্প্রসারণ করছি।’
এডিবি স্থানীয় শিল্পের উন্নয়নে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার পাশাপাশি বাংলাদেশি ঠিকাদার ও পরামর্শকরা দেশীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই সফলভাবে চুক্তি অর্জন করে আসছেন বলে উল্লেখ করে।। ভবিষ্যতে এডিবির কার্যক্রম সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এই সুযোগগুলো আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের সাথে ৫২ বছরের অংশীদারিত্বে এডিবি ৬২ বিলিয়ন ডলারেরও বেশি ঋণ ও অনুদান সংস্থান করেছে, যার মাধ্যমে দেশের অবকাঠামো, জনসেবা এবং সামাজিক উন্নয়নে অবদান রেখেছে।
বাংলাদেশে এডিবির বর্তমান সার্বভৌম পোর্টফোলিওতে ১২ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ৫১টি প্রকল্প এবং কর্মসূচি রয়েছে এবং এটি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক প্রবৃদ্ধিকে সমর্থনকারী একটি শীর্ষস্থানীয় বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক।