ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বরেণ্য সংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস।
সংগঠটির কেন্দ্রীয় কমিটির আহবায়ক চিত্রনায়ক হেলাল খান এবং সদস্য সচিব জাকির হোসেন রোকন এক শোকবার্তায় বলেন, ফরিদা পারভীন তার গানের মাধ্যমে মানুষের মাঝে চিরদিন বেঁচে থাকবেন। লালন সংগীতে খ্যাতির জন্য একুশে পদকসহ দেশ-বিদেশের অসংখ্য পুরস্কার তিনি অর্জন করেছেন। তিনি লালন সংগীত শিক্ষালয়ও গড়ে তুলেছিলেন। এ লালন কন্যার কর্ম দেশের জনগণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।
নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
একুশে পদকপ্রাপ্ত লালন সম্রাজ্ঞী খ্যাত ফরিদা পারভীন গতকাল রাত সোয়া ১০ টায় রাজধানীর একটি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।