মাদারীপুর, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : অভিনেত্রী বনশ্রী আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ মঙ্গলবার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি (বনশ্রী) দীর্ঘদিন ধরে হৃদরোগ ও কিডনিসহ নানা রোগে ভুগছিলেন।
তিনি এক ছেলে, বহু আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
আজ মঙ্গলবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বনশ্রী ছিলেন ৯০-এর দশকের একজন অভিনেত্রী। তার প্রথম চলচ্চিত্র ‘সোহরাব রুস্তম’ মুক্তি পায় ১৯৯৪ সালে।