ক্যান্সার প্রতিরোধে সচেতন ও উদ্যোগী হতে বিএসএমএমইউ’র প্রো-ভিসি’র আহ্বান

বাসস
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৭
ক্যান্সার দিবস উপলক্ষে বিএসএমএমইউ’তে জনসচেতনতামূলক র‌্যালি। ছবি : বিএসএমএমইউ

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ক্যান্সার প্রতিরোধে আরো সচেতন ও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএসএমএমইউ’র প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।

ক্যান্সার দিবস উপলক্ষে বি-ব্লকের সামনে থেকে বের হওয়া বর্ণাঢ্য জনসচেতনতামূলক র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ক্যান্সার প্রতিরোধ ও ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও ছাত্রছাত্রীদের অধিকতর গবেষণায় মনোনিবেশ করতে বলেন। 

তিনি তার বক্তব্যে ওরাল ক্যান্সার প্রতিরোধে তামাক জাতীয় পণ্য বিশেষ করে তামাক পাতা, জর্দ্দা ও সুপারি পরিহার করার জন্য সর্ব সাধারণের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসএমএমইউ’র কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। তিনি তাঁর বক্তব্যে ক্যান্সার প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, একটু সচেতন হলেই নারীরা স্তন ও জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ করতে পারেন। এ ছাড়া সময় মতো ভ্যাকসিন নিলে জরায়ু মুখের ক্যান্সার অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।

অনুষ্ঠানে অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ, মেডিক্যাল অনকোলজি ডিভিশন প্রধান অধ্যাপক ডা. সারওয়ার আলম, সহযোগী অধ্যাপক ডা. মো. মামুনুর রশিদ, সহকারী অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন, ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাহমুদা আক্তার, সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন, সহকারী অধ্যাপক ডা. সাইফুল আজম রঞ্জু, প্রস্থোডনটিক্সস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বাস্থ্যখাতে ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগীরা গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন : ডা. রফিক
‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে স্থানীয় সরকার বিভাগের আইডিয়া প্রতিযোগিতা 
গাজীপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ায় নিহত যুবদল কর্মী ইমরানের পরিবারের পাশে তারেক রহমান
তানভীরের ঘূর্ণিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই : গোলটেবিল বৈঠকে বক্তরা
চট্টগ্রামে রানওয়েতে উড়োজাহাজ আটকে যাওয়ায় ৪ ফ্লাইটে বিলম্ব
পাহাড়ের অর্গানিক ফল আমাদের ঐতিহ্যের অংশ : পার্বত্য উপদেষ্টা
গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে রুয়েটের হিট প্রকল্প
আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
১০