মাগুরা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মাগুরায় টাইফয়েড টিকাদান বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় আজ সোমবার সকালে মাগুরা ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (অর্থ ও লজিস্টিক) নাসিমা খাতুন।
এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন মো. শামীম কবির, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাগণ, স্কাউটস জেলা কার্যালয়ের পরিচালক ও অভিভাবকবৃন্দ।
দিনব্যাপী এ কর্মশালায় জেলার গার্লস গাইড ও স্কাউটসের মোট ৪৫ জন ভলান্টিয়ার অংশগ্রহণ করেন। কর্মশালার মূল উদ্দেশ্য, সকলকে সচেতন করা, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আওতায় আনা এবং এই টিকার কার্যকারিতা সম্পর্কে সবাইকে অবহিত করা।
সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। সেখানে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।