দুদকের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক বিচারপতি মানিককে

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৪
সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। ফাইল ছবি

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে।

আজ তাকে কারাগার থেকে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজ তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গ্রেফতার দেখানো শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে গত ১১ সেপ্টেম্বর দুদকের উপ-সহকারী পরিচালক পাপন কুমার শাহ বাদী হয়ে একটি মামলা করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বিচারপতি হিসেবে কর্মরত থাকাকালে শামসুদ্দিন চৌধুরী মানিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ৮২০ টাকার সম্পদের মালিকানা অর্জন করে তা দখলে রাখেন। 

এছাড়া তিনি আপিল বিভাগের বিচারপতি থাকাকালে পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে উক্ত টাকা মূল্যের জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করেছেন।

গত বছরের ২৪ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর সময় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রতারণা এড়াতে ‘রেল সেবা’ অ্যাপ থেকে টিকেট কেনার পরামর্শ
জাতিসংঘের ‘অযৌক্তিক’ নিষেধাজ্ঞার নিন্দা ইরানের
মহাসপ্তমীতে কুমিল্লার মণ্ডপগুলোতে উৎসবের আমেজ
রাজশাহীতে ফার্টিলাইজার এসোসিয়েশনের সংবাদ সম্মেলন
মানবপাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষায় ডিজিটাল ন্যাশনাল রেফারেল মেকানিজম’র উদ্বোধন
উত্তর কোরিয়াকে ‘আধিপত্যবাদের’ বিরোধিতা করার আহ্বান চীনের
ভোলায় দুর্গোৎসবে মণ্ডপ পরিদর্শনে নৌবাহিনী
নওগাঁর রাণীনগরে নিষিদ্ধ রিং জাল বিনষ্ট
লিবিয়ার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশি আনাসের বিশ্বজয়
নির্বাচনে পর্যায়ক্রমে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাবে ইইউ : ইসি সচিব
১০