ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): দ্য কোরিয়া ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি (কেওআইসিএ) এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) দক্ষতা প্রশিক্ষণ জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ।
রোববার ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ‘যোগ্যতা ভিত্তিক দক্ষতা প্রশিক্ষণ সহ উন্নত কর্মসংস্থান (বিইএসটি)' প্রকল্পের আওতায় এই যুগান্তকারী সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে যে চুক্তিটি ১৩টি বৃহৎ উদ্যোগ, ১০টি ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোগ (এসএমই) এবং বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন (বিইআইওএ) কে একটি পাবলিক-প্রাইভেট অংশীদারিত্বে যুক্ত করেছে। এর লক্ষ্য শিল্পের চাহিদার সাথে কারিগরি প্রশিক্ষণকে সামঞ্জস্যপূর্ণ করা। পাশাপাশি একটি জাতীয় কারিগরি ও বৃত্তিমূলক যোগ্যতা কাঠামো (এনটিভিকিউএফ)-প্রত্যয়িত কর্মীবাহিনী নিশ্চিত করা।
কেওআইসিএ-এর কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম বলেন, এই উদ্যোগ সহযোগিতার একটি বাস্তব মডেল, যা বাংলাদেশী তরুণদের জন্য সরাসরি কর্মসংস্থানের পথ তৈরি করবে।
বিএমইটির মহাপরিচালক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কেওআইসিএ -এর সহায়তার উদ্যোগের প্রশংসা করে এই সমঝোতা স্মারককে বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক কর্মীবাহিনী গড়ে তোলার ক্ষেত্রে একটি মাইলফলক বলে অভিহিত করেছেন।