ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ঢাকা মহানগরীর দুই সিটি করপোরেশনের আওতায় ২৮৭টি ওএমএস বিক্রয়কেন্দ্রের জন্য ডিলার নিয়োগ করা হয়েছে।
খাদ্য অধিদপ্তরের অধীন ঢাকা রেশনিং-এর অংশ হিসেবে সোমবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সহস্রাধিক আবেদনকারীর উপস্থিতিতে স্বচ্ছ ও উন্মুক্ত লটারির মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন হয়।
লটারির কার্যক্রম পরিচালনা করেন নিয়োগ কমিটির সভাপতি ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। এ সময় কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। লটারিতে নির্বাচিতদের চূড়ান্তভাবে ওএমএস ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হবে।
এর আগে ২,৯০৫টি ফরম বিক্রি করা হলেও জমা পড়ে ২,৫৪২টি আবেদন। যাচাইুবাছাই শেষে ১,৭৫৬টি আবেদনকে বৈধ ঘোষণা করা হয়। সেখান থেকেই লটারির মাধ্যমে ২৮৭ জনকে ওএমএস ডিলার হিসেবে মনোনীত করা হয়েছে।