অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বহির্বিভাগে টিকিট দেবে না সরকারি কর্মচারী হাসপাতাল

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৭:০৬

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : আগামী ৮ নভেম্বর থেকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বহির্বিভাগে টিকিট দেবে না রাজধানীর ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী হাসপাতাল। এজন্য আগ্রহীদেরকে এখন থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করার জন্য আহ্বান জানানো হয়েছে।

শনিবার সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক মো. আঃ রাজ্জাক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, সরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়িয়া, ঢাকা-এর বহির্বিভাগে চিকিৎসা সেবা গ্রহণের জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করা হয়েছে।

হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা গ্রহণের জন্য নিম্নবর্ণিত নিয়মাবলি অনুসরণের জন্য অনুরোধ করা হলো :

১। সরকারি কর্মচারী হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসা সেবা গ্রহণের জন্য পূর্ব হতে নির্দিষ্ট দিনের জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে হবে।

২। পূর্বে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ ব্যতিত বহির্বিভাগে কোনো চিকিৎসক দেখানো/চিকিৎসা সেবা গ্রহণ করা যাবে না।

৩। জরুরি বিভাগের চিকিৎসাসেবা গ্রহণের জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের কোনো প্রয়োজন নাই।

৪। আগামী ০৮ নভেম্বর ২০২৫ তারিখ হতে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ ব্যতিত বহির্বিভাগে কোনো টিকিট প্রদান করা হবে না।

৫। নিম্নোক্ত তথ্য/শর্তের ভিত্তিতে নির্ধারিত পদ্ধতিতে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা যাবে:

(ক) সরকারি কর্মচারী, তাঁর পরিবারের সদস্যগণ অথবা সরকারি কর্মচারীর ন্যায় সুবিধাপ্রাপ্ত অন্যান্য ব্যক্তি এবং হাসপাতালে কর্মরত আউটসোর্সিং স্টাফ গণ পূর্ব হতে হাসপাতালে রেজিস্টার্ড/ নিবন্ধিত থাকলেই কেবলমাত্র অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারবেন;

(খ) উপানুচ্ছেদ (ক) এ বর্ণিত ব্যক্তিগণের পূর্ব হতে হাসপাতালের সিস্টেমে রেজিস্ট্রেশন করা না থাকলে প্রথমবার প্রয়োজনীয় রেকর্ডপত্রসহ হাসপাতালে এসে নিবন্ধিত হয়ে ঐদিনের জন্য সরাসরি অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারবেন, তবে পরবর্তী সময়ে তাঁকে যথানিয়মে পূর্ব হতে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে হবে;

(গ) অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের জন্য মোবাইল নম্বর প্রদানের স্থানে রেজিস্ট্রেশনের সময় ব্যবহৃত/উল্লিখিত মোবাইল নম্বরটি প্রদান করতে হবে। অন্য কোনো মোবাইল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করলে এবং যাচাইয়ে ভিন্নতা পরিলক্ষিত হলে, ঐদিন সরকারি কর্মচারী হিসাবে টিকিট প্রদান করা হবে না;

(ঘ) অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণকারী ব্যক্তিগণ নির্দিষ্ট মোবাইলে প্রাপ্ত মেসেজ টিকিট কাউন্টারে দেখিয়ে নির্ধারিত দিনে পূর্বনির্ধারিত নিয়মে হাসপাতালের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে চিকিৎসা সেবা গ্রহণ করবেন; পরিবারের অন্য কোনো সদস্য টিকিট গ্রহণকালে উক্ত মেসেজটি তাঁর মোবাইলে শিফট করে অথবা প্রিন্ট করে টিকিট কাউন্টারে প্রদর্শন করে টিকিট গ্রহণ করতে পারবেন;

(৩) স্লট/আসন ফাঁকা থাকা সাপেক্ষে : প্রত্যাশিত/নির্ধারিত দিনের ৬(ছয়) দিন আগে থেকে এবং নির্ধারিত দিনে দুপুর ১২.৩০টা মিনিট পর্যন্ত অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা যাবে, তবে দুপুর ১.০০টার পর টিকিট কাউন্টার থেকে কোনো টিকিট দেয়া হবে না;

(চ) সরকারি কর্মচারী হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ অথবা অন্তঃবিভাগ-এর মধ্যে পারস্পরিক রেফার করা রোগীদের ক্ষেত্রে অনলাইন

অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না;

(ছ) বেসরকারি ব্যক্তি হিসাবে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের ক্ষেত্রে পূর্ব হতে রেজিস্টার্ড/নিবন্ধিত হওয়ার প্রয়োজন নেই;

(জ) অনলাইন অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের পর অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা যাবে এবং নির্ধারিত পদ্ধতিতে পুনরায় অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করে চিকিৎসা সেবা গ্রহণ করা যাবে;

(ক) অনলাইন অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের জন্য হাসপাতালের ওয়েবসাইট িি.িংশয.মড়া.নফ-এ ‘অনলাইন অ্যাপয়েন্টমেন্ট’ মেনুতে প্রবেশ করে খুব সহজেই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত
সাবেক সিপিএ চেয়ারম্যান কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে দুই জেলায় দুদকের অভিযান
রাজবাড়ি ও উপাধি নিয়ে চাপের মুখে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু
নির্বাচনের প্রস্তুতি: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই : আখতার হোসেন
১০