তুরস্কের স্কি রিসোর্টের হোটেলে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু, আহত ৩২

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৫:১৩

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : তুরস্কের মধ্যাঞ্চলীয় বোলু প্রদেশের একটি জনপ্রিয় স্কি রিসোর্টের হোটেলে মঙ্গলবার ভোরে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি ও ৩২ জন আহত হয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়ার উদ্ধৃতি দিয়ে ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

আলি ইয়েরলিকায়া এক্স-এ বলেন, কার্তালকায়া স্কি রিসোর্টে কাঠের তৈরি ১২ তলা হোটেলে স্থানীয় সময় ভোর ৩ টা ২৭ মিনিটে (গ্রিনীচ মান সময় ০০২৭ টায়) আগুন লেগে যায়। পাহাড়ের চূড়ায় অবস্থিত গ্র্যান্ড কার্তাল নামের হোটেলটিতে মধ্যরাতে রেস্তোরাঁর অংশে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইয়েরলিকায়া বলেন, দমকলকর্মীরা আগুন নেভাতে সেখানে দ্রুত ছুটে আসেন। 

টেলিভিশন ফুটেজে হোটেলের পিছনে তুষারাবৃত পাহাড়ের সাথে আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ সময় হোটেলটিতে ২৩৪ জন অবস্থান করছিলেন। এদের মধ্যে শতকরা ৮০ থেকে ৯০ শতাংশ বর্তমানে স্কুল বন্ধ থাকায় অবকাশ কাটাতে সেখানে এসেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্প-পুতিন বৈঠকে ভালো কিছুই দেখছে না ইউক্রেনীয়রা
লুটপাটকারীরা পাথর চুরি করে পর্যটন শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত: এহসানুল মাহবুব
সিরাজদিখানে বাস্তবায়িত হবে এসেনসিয়াল ড্রাগসের ফার্মাসিউটিক্যালস, ভ্যাকসিন ও এন্টিভেনম প্ল্যান্ট
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
নতুন প্রজন্ম বিপথগামী হওয়ার প্রধান কারণ মাদক ও মোবাইল : অ্যাডভোকেট বোরহান
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে নিহত ১১
আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে : মঈন খান
আগামী তিনদিনে সিলেটের নদ-নদী পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে
যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী উদযাপিত
৪ শাখার সঙ্গে জরুরি সভা ডেকেছে ছাত্রদল
১০