ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

বাসস
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৪:৪৯ আপডেট: : ২২ জানুয়ারি ২০২৫, ১৫:০৪
প্রতীকী ছবি

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ইরানের মধ্যাঞ্চলে এক পুলিশ কর্মকর্তাকে হত্যার দায়ে বুধবার এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিচার বিভাগের সরকারি বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

মিজান অনলাইন জানিয়েছে, ‘জারানদিহ শহরের পুলিশ কমান্ডার মহাসড়কের পাশে চোরাকারবারীদের একটি গাড়ি থামাতে বললে হত্যাকারী পুলিশ কমান্ডারকে খুন করে তার গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’

তেহরান থেকে এএফপি আজ এ খবর জানায়।

বার্তা সংস্থা মিজান জানিয়েছে, ২০২৩ সালের ৩০ মে, ইরানের মধ্যাঞ্চলীয় মারকাজি প্রদেশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের পরিবার মৃত্যুদন্ডের আবেদন করলে ইরানী আইনে আসামীকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

মিজান জানিয়েছে, ‘ভুক্তভোগীর বাবা-মা খুনিকে ক্ষমা করতে অস্বীকার করায় আজ সকালে সেভেহ কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার গ্রুপগুলোর মতে প্রতি বছর চীনের পর ইরান বিশ্বব্যাপী দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করে।

ইরানে হত্যা, মাদক পাচার, ধর্ষণ এবং যৌন নিপীড়নসহ বড় অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়। 

গত ডিসেম্বরে ইরানি কর্র্তৃপক্ষ কয়েক ডজন নারীকে নির্যাতন করার অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০