ফিলিপাইনে ৫.৮ মাত্রার ভূমিকম্প

বাসস
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১১:১৫
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ফিলিপাইনের মধ্যাঞ্চলে বৃহস্পতিবার ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের ফলে ভবন এবং ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছেন। 

ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইউএসজিএস জানিয়েছে, ফিলিপাইনের দক্ষিণ লেইত প্রদেশের সান ফ্রান্সিসকো শহরের ২৫ কিলোমিটার (১৬ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

সান ফ্রান্সিসকো শহরের উদ্ধারকর্মী রোক্সান স্যান্ডোভাল এএফপিকে জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে তাদের পৌর ভবনের দেয়ালে বিশাল ফাটল দেখা গেছে।

স্যান্ডোভাল বলেন, এটি একটি শক্তিশালী ভূমিকম্প ছিল এবং এক মিনিট পর্যন্ত স্থায়ী ছিল। 

স্যান্ডোভাল বলেন, রাস্তাঘাট এবং ঘরবাড়ির ক্ষতির তীব্রতা পরীক্ষা করার জন্য একটি দল মোতায়েন করা হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় ’রিং অফ ফায়ার’ এর পাশে, জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত তীব্র ভূমিকম্প এবং আগ্নেয়গিরির বৃত্তে অবস্থিত ফিলিপাইনে ভূমিকম্প নিত্যনৈমিত্তিক ঘটনা।

বেশিরভাগ ভূমিকম্পই এতটাই দুর্বল যে মানুষ তা অনুভব করতে পারে না, কিন্তু শক্তিশালী এবং ধ্বংসাত্মক ভূমিকম্পগুলো এলোমেলোভাবে আসে এবং কখন এবং কোথায় ঘটবে তা ভবিষ্যদ্বাণী করার জন্য কোনও প্রযুক্তি নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির পরিবর্তে উদ্ভাবনকে বেছে নিতে তরুণদের আহ্বান জ্বালানি উপদেষ্টার 
ঢাবির ১৫টি গবেষণা কেন্দ্রের পরিচালক নিয়োগে সার্চ কমিটির প্রতিবেদন পেশ
পিআরআই-এর ‘মান্থলি ম্যাক্রোইকোনমিক ইনসাইটস’ প্রতিবেদন প্রকাশ
ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 
এলজিইডি ক্রিম-ক্রিলিক প্রকল্পের কেএফডব্লিউ রিভিউ মিশন সম্পন্ন
সূর্যের রোদে কেমিক্যালমুক্ত শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুয়াকাটার জেলেরা
১৭৪ উপজেলায় নতুন ইউএনও 
চট্টগ্রামে মামলার দ্রুত নিষ্পত্তিতে কাজ করছেন আদালত
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ মামলায় গ্রেফতার ২
১৭ বছর পর ভোটারদের মধ্যে উৎসব লক্ষ্য করা যাচ্ছে : শাহজাহান মিঞা
১০