শিরোনাম
ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দক্ষিণ কোরিয়ার তদন্তকারীরা বৃহস্পতিবার প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বিরুদ্ধে বিদ্রোহ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ দায়েরের সুপারিশ করেছেন, তারা সামরিক আইন জারির ঘোষণার তদন্তের ফলাফল প্রসিকিউটরদের কাছে হস্তান্তর করেছেন।
সিউল থেকে এএফপি এ খবর জানান।
গত ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার প্রথম ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান হিসেবে গ্রেফতার হওয়া ইউনের বেসামরিক শাসন স্থগিত করার প্রচেষ্টার ৫১ দিনের তদন্তের পর দুর্নীতি তদন্ত অফিস বলেছে, ইউনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ হচ্ছে বিদ্রোহের নেতৃত্ব দেওয়া এবং ক্ষমতার অপব্যবহার।