চীনের ওপর শুল্ক আরোপ করতে চান না ট্রাম্প

বাসস
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ২২:২৯

ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চীনের ওপর শুল্ক আরোপ করতে চান না, যদিও নির্বাচনী প্রচারে তিনি চীনের পণ্যের ওপর বড় শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে, ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি তাইওয়ান ও বাণিজ্য বিষয়ে চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে কোনো সমঝোতায় আসতে পারবেন? উত্তরে তিনি বলেন, আমি তা পারব, কারণ আমাদের এমন কিছু আছে যা তারা চায়। তা হলো আমাদের সোনার ভাণ্ডার।’

তিনি আরও বলেন, ‘চীনের ওপর আমাদের একটি বড় ক্ষমতা আছে, আর তা হলো শুল্ক। তারা তা চায় না, এবং আমিও এটি ব্যবহার করতে চাই না। কিন্তু এটি চীনের ওপর আমাদের জন্য একটি বিশাল ক্ষমতা।’

সোমবার দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প ঘোষণা দেন, ১ ফেব্রুয়ারি থেকে চীনের সব আমদানি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হতে পারে। নির্বাচনী প্রচারে তিনি ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথাও বলেছিলেন।

এদিকে শুক্রবার বেইজিং এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ও চীনের উচিত নিজেদের মতভেদ আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধান করা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘চীন-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা উভয়ের জন্যই লাভজনক।’

তিনি আরও যোগ করেন, ‘বাণিজ্যযুদ্ধ ও শুল্কযুদ্ধের কোনো বিজয়ী নেই এবং এগুলো কারও স্বার্থ রক্ষা করে না, এমনকি বিশ্বেরও নয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের ভবিষ্যৎ এ দেশের মানুষকেই ঠিক করতে হবে : মির্জা ফখরুল 
তুরস্কে বিক্ষোভ নিয়ে ছাত্র ও সাংবাদিক ২০০ জনের বিচার শুরু
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
তিতাস ও বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের উদ্যোগ
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
১০