চীনের ওপর শুল্ক আরোপ করতে চান না ট্রাম্প

বাসস
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ২২:২৯

ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চীনের ওপর শুল্ক আরোপ করতে চান না, যদিও নির্বাচনী প্রচারে তিনি চীনের পণ্যের ওপর বড় শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে, ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি তাইওয়ান ও বাণিজ্য বিষয়ে চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে কোনো সমঝোতায় আসতে পারবেন? উত্তরে তিনি বলেন, আমি তা পারব, কারণ আমাদের এমন কিছু আছে যা তারা চায়। তা হলো আমাদের সোনার ভাণ্ডার।’

তিনি আরও বলেন, ‘চীনের ওপর আমাদের একটি বড় ক্ষমতা আছে, আর তা হলো শুল্ক। তারা তা চায় না, এবং আমিও এটি ব্যবহার করতে চাই না। কিন্তু এটি চীনের ওপর আমাদের জন্য একটি বিশাল ক্ষমতা।’

সোমবার দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প ঘোষণা দেন, ১ ফেব্রুয়ারি থেকে চীনের সব আমদানি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হতে পারে। নির্বাচনী প্রচারে তিনি ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথাও বলেছিলেন।

এদিকে শুক্রবার বেইজিং এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ও চীনের উচিত নিজেদের মতভেদ আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধান করা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘চীন-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা উভয়ের জন্যই লাভজনক।’

তিনি আরও যোগ করেন, ‘বাণিজ্যযুদ্ধ ও শুল্কযুদ্ধের কোনো বিজয়ী নেই এবং এগুলো কারও স্বার্থ রক্ষা করে না, এমনকি বিশ্বেরও নয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর বাড়িতে বিএনপি নেতা পিন্টুর সমবেদনা 
দেশের মানুষ সঠিক গণতান্ত্রিক ব্যবস্থা চায় : মির্জা ফখরুল
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড
বিমান দুর্ঘটনার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪ জনের অবস্থা গুরুতর 
রাহুল-গিলের ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাতে লড়ছে ভারত
হংকং ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ
বাংলাদেশে আর কখনো যেন ভয় ও নিপীড়নের শাসন ফিরে না আসে : আদিলুর রহমান
কক্সবাজার সৈকতে পর্যটকদের স্বাস্থ্যঝুঁকি নিরসনে প্রশিক্ষণ 
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে: বিডা
কুড়িগ্রামে শেষ হলো পাঁচদিনব্যাপী ‘পদ্মপুরাণ-ভাসান গান উৎসব’ 
১০