বাসস
  ২৫ জানুয়ারি ২০২৫, ১৩:১৭

মেক্সিকো দেশটির বিতাড়িত নাগরিকদের গ্রহণে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত: পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, দেশটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত নিজেদের নাগরিকদের গ্রহণে ওয়াশিংটনের সাথে কাজ করতে প্রস্তুত আছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন  যখন মেক্সিকোর নাগরিকদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার শুরু করেছে ঠিক তখন মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়।

মেক্সিকো সিটি থেকে এএফপি এ খবর জানায়।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এক্স-এ এক পোস্টে জানায়, বৃহস্পতিবার মেক্সিকো একদিনে রেকর্ড চারটি বিতাড়িত নাগরিকদের ফ্লাইট গ্রহণ করেছে। এর পরই মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমরা সর্বদা আমাদের ভূখণ্ডে মেক্সিকোর নাগরিকদের আগমনকে উন্মুক্ত বাহু মেলে দিয়ে সানন্দে গ্রহণ করব।