বাসস
  ২৫ জানুয়ারি ২০২৫, ১৯:২৮

দুইশ’ ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে চার ইসরাইলি সেনার মুক্তি 

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে শনিবার চার ইসরাইলি নারী জিম্মির বিনিময়ে দুইশ’ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরাইল। ফিলিস্তিনি সূত্র এএফপিকে এতথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে এএফপি জানায়, ২০০ ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে চার ইসরাইলি সেনাকে মুক্তি দেওয়া হবে; যার মধ্যে ১২০ জন ইসরাইলের কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন।

এএফপি জানায়, জিম্মিদের হস্তান্তরের জন্য গাজা স্কয়ারে চারটি রেডক্রসের গাড়ি পৌঁছেছে।