ট্রাম্পকে কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার আমন্ত্রণ

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:৫৭ আপডেট: : ২৬ জানুয়ারি ২০২৫, ১০:৫৭
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের স্পিকার মাইক জনসন শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগামী ৪ মার্চ মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এটি দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফেরার পর আইনপ্রণেতাদের সামনে তার প্রথম আনুষ্ঠানিক ভাষণ হবে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র রিপাবলিকান স্পিকার জনসন প্রেসিডেন্টকে পাঠানো চিঠিতে ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের আইন প্রণয়নের ভবিষ্যতের জন্য তার 'আমেরিকা ফার্স্ট' দৃষ্টিভঙ্গি তুলে ধরার আহ্বান জানান।

চিঠিতে বিশেষ করে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম সপ্তাহে তার 'দৃঢ় নেতৃত্ব ও সাহসী পদক্ষেপ'-এর প্রশংসা করা হয়।

চিঠিতে বলা হয়, 'আমেরিকার সুবর্ণ যুগ শুরু হয়েছে,' যা ট্রাম্প তার সোমবারের উদ্বোধনী ভাষণে উল্লেখ করেছেন।

ট্রাম্পের রিপাবলিকান পার্টি বর্তমানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে।

শুক্রবার থেকে ট্রাম্প ওয়াশিংটনে অনুপস্থিত রয়েছেন। দ্বিতীয় মেয়াদের প্রথম সফরে তিনি উত্তর ক্যারোলিনা ও ক্যালিফোর্নিয়ার দুর্যোগপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন। শনিবার তিনি নেভাদার লাস ভেগাসে তার সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
খুলনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ঢাবির হল পরিদর্শন ও নিরীক্ষণ অব্যাহত রেখেছে কারিগরি কমিটি
সরকার রোহিঙ্গা সংকটকে আবার বৈশ্বিক ফোরামে তুলেছে : শফিকুল
সব শিশুর জন্য নিরাপদ ও সমান সুযোগের ওপর গুরুত্বারোপ নরওয়ের
১০