ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হাতে জাতিসংঘ কর্মী আটকের নিন্দায় যুক্তরাষ্ট্র

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১২:২১
ছবি: সংগৃহীত

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ইয়েমেনে হুথি বিদ্রোহী গোষ্ঠীর সন্ত্রাসী অভিযানে জাতিসংঘের কর্মীদের আটকের নিন্দা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। 

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে, বৃহস্পতিবার আটক সাত জাতিসংঘ কর্মীসহ সকল আটক ব্যক্তিকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে এবং বিদ্রোহী গোষ্ঠীর সন্ত্রাসী অভিযানের নিন্দা জানিয়েছে।

পররাষ্ট্র দপ্তর বলেছে, ‘হুথিদের এই সর্বশেষ কর্মকাণ্ড সন্ত্রাসী গোষ্ঠীটির উত্তেজনা হ্রাসের দাবির প্রতি অনাস্থা এনেছে এবং ইয়েমেনি জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করার দাবিকে উপহাস করেছে।’ 

বিবৃতিতে এই সপ্তাহে হুথিদের বিদেশী সন্ত্রাসী সংগঠনের মার্কিন তালিকায় পুনরায় ফিরিয়ে আনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশ জারির কথাও তুলে ধরা হয়।

ইরান-সমর্থিত হুথিরা জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থার কয়েক ডজন কর্মীকে আটক করেছে। গত বছরের মাঝামাঝি থেকে এদের বেশিরভাগকে আটক করা হয়। 

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হাতে আটক সব মানবাধিকার কর্মীর ‘তাৎক্ষণিক এবং নিঃশর্ত’ মুক্তির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইয়েমেনে আটক সকল ত্রাণ কর্মীদের "অবিলম্বে এবং নিঃশর্ত" মুক্তির আহ্বান জানিয়েছেন। এক দশক ধরে যুদ্ধের পর দেশটি মানবিক সংকটের কবলে পড়েছে।

গাজায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধে হুথিরা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে বলেছে যে তারা গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরের জাহাজ চলাচল রুটে একের পর এক হামলা চালাচ্ছে এবং ইসরাইলের ওপর গুলি চালাচ্ছে। এদিকে মার্কিন, ইসরাইল ও ব্রিটিশ বাহিনী প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের গভীর শোক
গাজায় ইসরাইলের গুলিবর্ষণ বন্ধ, বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছে
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০