তালেবান নেতাদের প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৩:৩০
ছবি: সংগৃহীত

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও শনিবার আফগানিস্তানের তালেবান নেতাদের মাথার উপর পুরস্কার ঘোষণার হুমকি দিয়েছে, খবর এএফপি’র। 

ট্রাম্প প্রশাসনের নতুন কিউবান বংশদ্ভুত পররাষ্ট্র মন্ত্রী রুবিও সোস্যাল মিডিয়া এক্সে তালেবান নেতাদের প্রতি এই কঠোর হুঁশিয়ারি প্রদান করেন। তিনি সেখানে লিখেছেন, শুনছি আফগানিস্তানে তালেবানরা বেশি বেশি আমেরিকানদের জিম্মি করছে। যদি এটা সত্যি হয় তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তালেবান নেতাদের মাথার উপর বড় ধরনের পুরস্কার ঘোষণা করব। যে পুরস্কার হতে পারে ওসামা বিন লাদেনের মাথার উপর ঘোষিত আমেরিকার পুরস্কারের চেয়ে বড়। 

তবে মার্কো রুবিও আটককৃত ঐসব আমেরিকানরা কারা সে বিষয়ে তেমন কিছু উল্লেখ করেননি। তালেবানরা জো বাইডেন প্রশাসনের সাথে সম্পাদিত এক চুক্তি অনুযায়ী আমেরিকার নাগরিক রায়ান করবেটকে ২০২২ সালের আগস্টে মুক্তি দিয়েছে। তিনি আফগানিস্তানে তার পরিবার নিয়ে বাস করে আসছিলেন। উইলিয়াম ম্যাককেন্টি নামে আরো একজন মার্কিনিকে তালেবানরা মুক্তি দিয়েছে। যার সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।  

বিনিময়ে মার্কিন প্রশাসন খান মোহাম্মদ নামে একজন আফগানকে ছেড়ে দিয়েছে। যে ক্যালিফোর্নিয়ার একটি কারাগারে যাবজ্জীবন জেল খাটছিল। 

যুক্তরাষ্ট্র ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর সৌদি নাগরিক ওসামা বিন লাদেনের মাথার মূল্য হিসাবে ২৫ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করেছিল। এই পুরস্কার কেউ গ্রহণ করতে না পারলেও পরবর্তীতে ২০১১ সালে ওসামা বিন লাদেন মার্কিন সেনাবাহিনীর হাতে নিহত হয়। যাকে তারা পাকিস্তানের অ্যাবোটাবাদ থেকে সেসময় তুলে নিয়ে গিয়েছিল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের গভীর শোক
গাজায় ইসরাইলের গুলিবর্ষণ বন্ধ, বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছে
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০