নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন নয়া মার্কিন প্রতিরক্ষামন্ত্রী  

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৩:২৭

 

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) :  নতুন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ রোববার ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে ফোনালাপ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর পেন্টাগন প্রধান প্রথম কোনও বিদেশী কর্মকর্তার সাথে ফোনে কথা বলেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, হেগসেথ এবং নেতানিয়াহু দুই দেশের পারস্পরিক নিরাপত্তা স্বার্থ এবং অগ্রাধিকারগুলোকে এগিয়ে নেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।

প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের নিরবচ্ছিন্ন সমর্থন অব্যাহত থাকবে। ইসরাইলের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সক্ষমতা নিশ্চিত করতে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। 

তবে, হেগসেথ কেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল ক্যাটজের পরিবর্তে নেতানিয়াহুর সাথে কথা বলেছেন বিবৃতিতে তা নির্দিষ্ট করে বলা হয়নি ।

গত রাতে মার্কিন সিনেটে স্বল্প ব্যবধানে তার নিয়োগ নিশ্চিত হওয়ার পর শনিবার হেগসেথ শপথ গ্রহণ করেন।

তিনি ট্রাম্পের সবচেয়ে বিতর্কিত মন্ত্রিসভা মনোনীতদের একজন। মদ্যপান এবং যৌন অসদাচরণের অভিযোগের মুখোমুখি হয়েছিলেন এবং একটি বৃহৎ সংস্থা পরিচালনা করার ব্যাপারে তার অভিজ্ঞতার অভাব নিয়ে উদ্বেগ রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 
‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে আইডিয়া প্রতিযোগিতায় ১০ জুলাইয়ের মধ্যে আবেদন আহ্বান
জুভেন্টাসের সাথে পাঁচ বছরের চুক্তি করলেন জোনাথন ডেভিড
বায়ার্নকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে নয়জনের পিএসজি
মাওলানা রফি উদ্দিন আহমাদের ইন্তেকাল : জামায়াত আমীর, সেক্রেটারি জেনারেলের শোক
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে সম্মিলিত পেশাজীবী পরিষদের শোক
রংপুরের মিঠাপুকুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 
গবাদি পশুর রোগ নির্মূলের লক্ষ্যে টিকাদান কার্যক্রম জোরদার করতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা
পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল
ইসরাইল-হামাস যুদ্ধবিরতির উদ্যোগে অগ্রগতি : দোহায় নতুন আলোচনার প্রস্তুতি
১০