এক্সপো ২০২৫-এর আগে জাপানের ওসাকা’র রাস্তায় ধূমপান নিষিদ্ধ

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৩:৩৯

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জাপানের ওসাকা শহর সোমবার এ বছরের ওসাকা এক্সপো ২০২৫ বা  বিশ্ব প্রদর্শনীকে আরও দর্শনার্থী-বান্ধব করে তোলার প্রচেষ্টার অংশ হিসেবে জনসাধারণ চলাচলের পথে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। টোকিও থেকে এএফপি এ খবর জানায়।

এক্সপো ২০২৫-এ প্রায় ১৬০টি দেশ এবং অঞ্চল অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন স্থানে প্রতি পাঁচ বছর অন্তর এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে থাকে। এটি হবে অনুষ্ঠানের সর্বশেষ মেলা বা প্রদর্শনী।

এক্সপো ২০২৫ বা  বিশ্ব প্রদর্শনী এ বছর এপ্রিল মাসে শুরু হবে।

মেয়র হিদেয়ুকি ইয়োকোয়ামা জানুয়ারির শুরুতে বলেছেন, ’আমরা সারা বিশ্ব থেকে অনেক মানুষকে স্বাগত জানাতে চাই, তাই আমরা ওসাকাকে এমন একটি শহর হিসেবে গড়ে তুলতে চাই যেখানে মানুষ ধূমপানমুক্ত রাস্তা দিয়ে নিরাপদ বোধ করে।’

সোমবারের আগে, ওসাকা স্টেশনের আশেপাশের এলাকাসহ ছয়টি অঞ্চলে ধূমপান নিষিদ্ধ ছিল। এটি পুরো শহরে সম্প্রসারিত করা হয়েছে এবং লঙ্ঘনকারীদের ১ হাজার ইয়েন জরিমানা করা হবে।

জাপানের বেশিরভাগ জায়গায় স্থানীয় আইনে ইতোমধ্যেই হাঁটার সময় ধূমপান নিষিদ্ধ করেছে। কিন্তু কিছু  বিরোধী আইন প্রণেতাদের বিরোধিতার কারণে জাতীয় আইন আটকে গেছে।

এপ্রিল থেকে, বৃহত্তর ওসাকা অঞ্চলে ৩০ বর্গমিটার (৩২০ বর্গফুট) এর বেশি বসার জায়গা সহ খাবারের দোকানগুলোতে ধূমপান নিষিদ্ধ করা হবে।

বর্তমান জাতীয় আইনে ১০০ বর্গমিটারের বেশি খাবারের জায়গাসহ প্রতিষ্ঠানে ধূমপান নিষিদ্ধ।

ছয় মাসব্যাপী এই ইভেন্টের জন্য জানুয়ারির শুরুতেই প্রায় ৭৫ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে, যা আয়োজকদের লক্ষ্যমাত্রার অর্ধেক।

টোকিও অলিম্পিকের প্রস্তুতির জন্য ২০১৮ সালে রাজধানীতে সকল রেস্তোরাঁয় ধূমপান নিষিদ্ধ করা হয়েছিল।

টোকিওর কিছু জেলায় বাইরে ধূমপান অনুমোদিত রয়েছে।

জাপানের কেন্দ্রীয় এবং স্থানীয় সরকারগুলো বছরে মোট প্রায় দুই ট্রিলিয়ন ইয়েন (১৩ বিলিয়ন মার্কিন ডলার) সিগারেট কর রাজস্ব আয় করে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তামাক কোম্পানি জাপান টোব্যাকোর এক-তৃতীয়াংশ শেয়ার জাতীয় সরকারের মালিকানাধীন।

জাপানে তামাকের ব্যবহার বিশ্বব্যাপী প্রবণতার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে হ্রাস পাচ্ছে, ২০২৩ সালে ধূমপায়ীদের অনুপাত ১৫.৭ শতাংশে দাঁড়িয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাদের দক্ষিণ-পশ্চিমে সংঘর্ষে ৩৫ জন নিহত : সরকার
‘পুতিনের ওপর চাপ সৃষ্টি করার সময় এসেছে’ : যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী
গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ নিহত ২, আহত ২০
গাজা হত্যাযজ্ঞের প্রতিবাদ : মার্কিন সিনেট থেকে বের করে দেওয়া হলো বেন কোহেনকে
বৈষম্য ঘুচিয়ে নারীদের এগিয়ে নিতে কাজ করছে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব
ইউরোপে স্থায়ী হতে পারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া : গবেষণা
জবি ছাত্র-শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানার আহ্বান জামায়াতের
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে মহামারি চুক্তি ও বাজেট সংকোচন নিয়ে আলোচনা
যুদ্ধবিরতি আলোচনায় রাশিয়া ‘যথেষ্ট আন্তরিক’ নয় : জেলেনস্কি
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি চায়না সোহেল গ্রেফতার
১০