ট্রাম্প-স্টারমারের গাজা ও অর্থনীতি নিয়ে আলোচনা : শিগগির দেখা করার প্রতিশ্রুতি

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৪:২৬ আপডেট: : ২৭ জানুয়ারি ২০২৫, ১৪:৪৪

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কায়ার স্টারমার রোববার টেলিফোনে গাজা যুদ্ধ ও অর্থনীতি নিয়ে আলোচনা করেছেন।  তারা শিগগির দেখা করতে সম্মত হয়েছেন। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

ডাউনিং স্ট্রিটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টারমার গাজায় ঐতিহাসিক যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন। তারা মধ্যপ্রাচ্যে নিরাপত্তার জন্য একসাথে কাজ করার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।

ট্রাম্প ব্রিটিশ-ইসরাইলি দ্বৈত নাগরিক এমিলি দামারির মুক্তিকে স্বাগত জানান। তাকে এক সপ্তাহ আগে হামাস মুক্তি দিয়েছে। 

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, দুই নেতা উভয় দেশের একটি ন্যায্য দ্বিপাক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক উন্নীত করার উপায় নিয়েও আলোচনা করেছেন। 

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ ও উষ্ণ সম্পর্কের গুরুত্বকে জোর দিয়ে উভয় নেতা শিগগির দেখা করতে সম্মত হয়েছেন।

হোয়াইট হাউস জানায়, ব্রিটেনের রাজতন্ত্রের দীর্ঘদিনের ভক্ত ট্রাম্প, ব্রিটিশ রাজপরিবারের জন্য তার শুভকামনা ব্যক্ত করেছেন।

মার্কিন এই রিপাবলিকান গত মাসে স্টারমারের ভাই নিকের মৃত্যুতে শোক প্রকাশ করেন।

জুলাই মাসে নির্বাচিত ব্রিটেনের নতুন লেবার সরকার ট্রাম্পের দলের সাথে সেতুবন্ধন তৈরির জন্য কয়েক মাস ধরে চেষ্টা করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের ভবিষ্যৎ এ দেশের মানুষকেই ঠিক করতে হবে : মির্জা ফখরুল 
তুরস্কে বিক্ষোভ নিয়ে ছাত্র ও সাংবাদিক ২০০ জনের বিচার শুরু
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
তিতাস ও বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের উদ্যোগ
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
১০