ট্রাম্পের প্রত্যাবর্তনের পর থেকে আমেরিকার সাথে কোনও যোগাযোগ নেই: ইরান

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৪:২১

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ইরানের জ্যেষ্ঠ কূটনীতিক মজিদ তখ্ত-রাভানচি সোমবার বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর থেকে ইরান ও আমেরিকা কোনও বার্তা আদান-প্রদান করেনি। তেহরান থেকে এএফপি এ খবর জানায়।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী, মজিদ তখ্ত-রাভানচি স্থানীয় আইএসএনএ সংবাদ সংস্থাকে বলেন, নতুন আমেরিকান প্রশাসনের দায়িত্ব গ্রহণের পর মাত্র কয়েক দিন হয়েছে এবং কোনও বার্তা আদান-প্রদান হয়নি।

ট্রাম্প তার প্রথম মেয়াদে, ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে প্রত্যাহার করে নেয়।

ওয়াশিংটনের প্রত্যাহারের আগ পর্যন্ত তেহরান চুক্তি মেনে চলেছিল, কিন্তু তারপর তার প্রতিশ্রুতিগুলো প্রত্যাহার করতে শুরু করে।

 ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা ব্যর্থ হয়।

রাভানচি বলেন, ‘আমাদের শান্তভাবে এবং ধৈর্যের সাথে পরিকল্পনা করতে হবে।  অন্য পক্ষের (ট্রাম্পের) নীতি ঘোষণা করা হলে আমরা সেই অনুযায়ী কাজ করি।’

বৃহস্পতিবার, ট্রাম্প বলেন,  তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলা এড়াতে আশাবাদী। তিনি একটি চুক্তির আশা করছেন।

ইরান বারবার চুক্তিটি পুনরুজ্জীবিত করার ইচ্ছা প্রকাশ করেছে এবং জুলাই মাসে দায়িত্ব গ্রহণকারী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার দেশের বিচ্ছিন্নতা অবসানের আহ্বান জানান।

এই মাসের শুরুতে, ট্রাম্প আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসে ফিরে আসার আগে, ইরানি কর্মকর্তারা ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির কর্মকর্তাদের সাথে পারমাণবিক আলোচনা করেছেন।

সকল পক্ষই আলোচনাকে ‘স্পষ্ট ও গঠনমূলক’ বলে বর্ণনা করেছেন।

রাভানচি বলেন, গত বছর জেনেভা ও নিউইয়র্কে দুটি পূর্ববর্তী রাউন্ডের পরে এটি তৃতীয় দফার আলোচনা। তিনি "এক মাসের মধ্যে" আরেকটি দফার আলোচনা অনুষ্ঠিত হবে বলে আশা করেন তবে বলেছেন যে ‘তারিখ এখনও নিশ্চিত করা হয়নি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের ভবিষ্যৎ এ দেশের মানুষকেই ঠিক করতে হবে : মির্জা ফখরুল 
তুরস্কে বিক্ষোভ নিয়ে ছাত্র ও সাংবাদিক ২০০ জনের বিচার শুরু
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
তিতাস ও বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের উদ্যোগ
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
১০