ভোটে জিতলে দিল্লিকে ‘অবৈধ’ বাংলাদেশি ও রোহিঙ্গা মুক্ত করার প্রতিশ্রুতি অমিত শাহ'র

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৬:৩৮ আপডেট: : ২৭ জানুয়ারি ২০২৫, ১৯:৩৫

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তার দল দিল্লি রাজ্যের আসন্ন নির্বাচনে জয়ী হলে দুই বছরের মধ্যে প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা সব 'অবৈধ' অভিবাসীকে রাজধানী থেকে বের করে দেওয়া হবে।

নয়াদিল্লি থেকে এএফপি আজ জানায়, রোববার এক জনসভায় তিনি বলেন, ‘বর্তমান রাজ্য সরকার অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের থাকার সুযোগ দিচ্ছে। সরকার পরিবর্তন করুন, আমরা দিল্লি থেকে সব অবৈধ অভিবাসী মুক্ত করব।’

ভারত ও বাংলাদেশের মধ্যে হাজার কিলোমিটার দীর্ঘ অভিন্ন সীমান্ত রয়েছে। এই সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসন দীর্ঘদিন ধরে একটি বিতর্কিত ইস্যু। তবে দিল্লিতে কত সংখ্যক বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন, তার নির্ভরযোগ্য কোনো তথ্য নেই।

সমালোচকরা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এই ইস্যুটি মুসলিমদের বিরুদ্ধে বিভাজন সৃষ্টির জন্য ব্যবহার করে, যা তাদের হিন্দু-জাতীয়তাবাদী সমর্থকদের উজ্জীবিত করে।

তিন কোটির বেশি জনসংখ্যা অধ্যুষিত ভারতের রাজধানী দিল্লি গত এক দশকের বেশিরভাগ সময়ই আম আদমি পার্টি (এএপি)-র নেতা অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে পরিচালিত হয়েছে। দুর্নীতিবিরোধী আন্দোলন থেকে উঠে আসা কেজরিওয়াল পানি ও বিদ্যুতের ভর্তুকি দিয়ে দিল্লির দরিদ্রদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন।

তবে গত বছর তাকে ও তার দলের কয়েকজন নেতাকে মদের লাইসেন্স নিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়। কেজরিওয়াল এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি মোদি সরকারের রাজনৈতিক প্রতিশোধ। তিনি সরে দাঁড়ালেও দল জয়ী হলে আবার মুখ্যমন্ত্রী হওয়ার অঙ্গীকার করেছেন।

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ভোট হবে। ফলাফল প্রকাশ করা হবে ৮ ফেব্রুয়ারি। বিজেপি কেজরিওয়ালের দলকে ক্ষমতাচ্যুত করতে সক্রিয় প্রচারণা চালাচ্ছে।

এদিকে, ভোটের দিন প্রধানমন্ত্রী মোদী হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব কুম্ভ মেলায় গঙ্গাস্নান করবেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হংকং ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ
বাংলাদেশে আর কখনো যেন ভয় ও নিপীড়নের শাসন ফিরে না আসে : আদিলুর রহমান
কক্সবাজার সৈকতে পর্যটকদের স্বাস্থ্যঝুঁকি নিরসনে প্রশিক্ষণ 
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে: বিডা
কুড়িগ্রামে শেষ হলো পাঁচদিনব্যাপী ‘পদ্মপুরাণ-ভাসান গান উৎসব’ 
ড. ইউনূসের বিরুদ্ধে মানহানি মামলার কার্যক্রম বাতিলের রায় বহাল
শেরপুরে বিএনপি’র সদর ও পৌর কমিটি ঘোষণা
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ১,৪৫৭ 
ইসিতে বিএনপি’র অডিট রিপোর্ট জমা
বিমান দুর্ঘটনায় নিহত মহতাবের কবরে বিমান বাহিনীর প্রতিনিধি দলের শ্রদ্ধা জ্ঞাপন 
১০