ট্রাম্পের ক্ষমাপ্রাপ্ত মার্কিন ক্যাপিটলের একজন দাঙ্গাকারী পুলিশের গুলিতে নিহত

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১২:০৬ আপডেট: : ২৮ জানুয়ারি ২০২৫, ১৪:১৫

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : মার্কিন যুক্তরাষ্টের ক্যাপিটলে ২০২১ সালের ৬ জানুয়ারি হামলার জন্য অভিযুক্ত ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ক্ষমাপ্রাপ্ত এক ব্যক্তি নিরাপত্তা তল্লাশী চলাকালে একজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি এখবর জানায়।  

রাজ্য পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ইন্ডিয়ানা রাজ্যের উত্তরপশ্চিমাঞ্চলে ট্রাফিক তল্লাশী চৌকিতে গ্রেপ্তার প্রতিরোধ করতে গিয়ে শেরিফের একজন ডেপুটির গুলিতে ৪২ বছর বয়সী ম্যাথিউ হাটল নিহত হয়েছেন।

কর্মকর্তার সঙ্গে সন্দেহভাজনের ঝগড়ার এক পর্যায়ে উক্ত কর্মকর্তা তার অস্ত্র দিয়ে গুলি চালান। এতে সন্দেহভাজন ব্যক্তি মারাত্মকভাবে আহত হন। বিবৃতিতে বিস্তারিত আর কিছু জানানো হয়নি, তবে হাটলের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলো হাটলকে ক্যাপিটলে হামলায় অংশগ্রহণের জন্য অভিযুক্ত বা দোষী সাব্যস্ত প্রায় ১,৫০০ জনের মধ্যে একজন হিসেবে শনাক্ত করেছে। ট্রাম্প কয়েকদিন আগে তাদের ক্ষমা ঘোষণা করেছেন।

গত সপ্তাহে ক্ষমতা গ্রহণের কয়েক ঘন্টা পরেই ট্রাম্পের এই পদক্ষেপ ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনার মুখে পড়ে এবং পুলিশের ওপর সহিংস আক্রমণের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের এই ক্ষমার অন্তর্ভুক্ত করার জন্য রিপাবলিকানও এর সমালোচনা করেন।

স্থানীয় সংবাদমাধ্যম ফক্স-৫৯ জানিয়েছে, হাটলকে এর আগে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং গত জুলাইয়ে তাকে মুক্তি দেওয়া হয়।

সংবাদমাধ্যমটি জানায়, তার চাচাও ৬ জানুয়ারির হামলায় অংশ নিয়েছিলেন এবং পুলিশ কর্মকর্তাদের ওপর পতাকার খুঁটি দিয়ে হামলার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর সে গত বছর ৩০ মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
১০