সার্বিয়ার ছাত্র বিক্ষোভ, বেলগ্রেডের গুরুত্বপূর্ণ সব সড়ক বিক্ষোভকারীদের দখলে

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৩:০৮ আপডেট: : ২৮ জানুয়ারি ২০২৫, ১৩:৪৮

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস): সার্বিয়ার হাজার হাজার শিক্ষার্থী সোমবার রাজধানী বেলগ্রেডের প্রধান সড়কগুলোর একটি চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে। গত নভেম্বরে একটি রেল স্টেশনের ছাদ ধসের ঘটনা প্রতিবাদে ছাত্ররা এই গণবিক্ষোভ করছে। ফলে, বেলগ্রেডের গুরুত্বপূর্ণ সব সড়ক এখন বিক্ষোভকারী ছাত্রদের দখলে, খবর এএফপির। 

দেশটির উত্তরের শহর নোভি স্যাডেতে গত ১ নভেম্বর একটি রেল স্টেশনের ছাদ ধসে পড়ার ঘটনার প্রতিবাদে সার্বিয়ার ছাত্রদের এই বিক্ষোভ। অনেক সার্বিয়ান এই ঘটনার জন্য দুর্নীতি এবং দুর্বল নির্মাণ তদারকি দায়ী বলে মনে করছে। 

ঐ ঘটনায় নোভি স্যাডে’র ১৫ জন নিহত হয়। তখন থেকে সার্বিয়ার ছাত্ররা দেশব্যাপী প্রতিদিন বিক্ষোভ করে আসছে। তারা সারাদেশের রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে। 

ছাদ ভেঙ্গে পড়ার ঘটনায় এক ডজনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। যাদের মাঝে দেশটির সাবেক পরিবহন মন্ত্রী গোরান ভেসিকও আছেন। ওই ঘটনার পরদিন সার্বিয়ার পরিবহন মন্ত্রী পদত্যাগ করেন।  

ছাত্র নেতারা তদন্তে স্বচ্ছতা দাবি করে বলেছেন, ওই রেল স্টেশনের সংস্কার কার্যক্রমের সাথে সম্পর্কিত সব দলিল প্রকাশ করতে হবে।  

এমন পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক গতকাল (সোমবার) জাতির উদ্ধেশ্যে ভাষণ দেন। 

তিনি সংকট উত্তরণে নিজের অঙ্গিকার ব্যক্ত করে বিক্ষোভকারীদের সাথে আলোচনা অনুষ্ঠান আয়োজনের কথা বলেন। তিনি তার ভাষণে বলেন, কয়েক হাজার ডকুমেন্ট আগেই প্রকাশ করা হয়েছে। নোভি স্যাড ট্র্যাজেডি সম্পর্কিত আর কোন দলিল আমাদের কাছে নাই। 

নোভি স্যাড ট্র্যাজেডির প্রতিবাদে গত শুক্রবার সার্বিয়ার ছাত্ররা দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালন করে। যে ধর্মঘটে আইনজীবীরাও কর্মবিরতিতে যায় এবং দেশটির স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের গভীর শোক
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
কঠিন চীবর দানোৎসবের মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধন সুদৃঢ় হবে : পার্বত্য উপদেষ্টা
১০