সার্বিয়ার ছাত্র বিক্ষোভ, বেলগ্রেডের গুরুত্বপূর্ণ সব সড়ক বিক্ষোভকারীদের দখলে

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৩:০৮ আপডেট: : ২৮ জানুয়ারি ২০২৫, ১৩:৪৮

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস): সার্বিয়ার হাজার হাজার শিক্ষার্থী সোমবার রাজধানী বেলগ্রেডের প্রধান সড়কগুলোর একটি চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে। গত নভেম্বরে একটি রেল স্টেশনের ছাদ ধসের ঘটনা প্রতিবাদে ছাত্ররা এই গণবিক্ষোভ করছে। ফলে, বেলগ্রেডের গুরুত্বপূর্ণ সব সড়ক এখন বিক্ষোভকারী ছাত্রদের দখলে, খবর এএফপির। 

দেশটির উত্তরের শহর নোভি স্যাডেতে গত ১ নভেম্বর একটি রেল স্টেশনের ছাদ ধসে পড়ার ঘটনার প্রতিবাদে সার্বিয়ার ছাত্রদের এই বিক্ষোভ। অনেক সার্বিয়ান এই ঘটনার জন্য দুর্নীতি এবং দুর্বল নির্মাণ তদারকি দায়ী বলে মনে করছে। 

ঐ ঘটনায় নোভি স্যাডে’র ১৫ জন নিহত হয়। তখন থেকে সার্বিয়ার ছাত্ররা দেশব্যাপী প্রতিদিন বিক্ষোভ করে আসছে। তারা সারাদেশের রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে। 

ছাদ ভেঙ্গে পড়ার ঘটনায় এক ডজনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। যাদের মাঝে দেশটির সাবেক পরিবহন মন্ত্রী গোরান ভেসিকও আছেন। ওই ঘটনার পরদিন সার্বিয়ার পরিবহন মন্ত্রী পদত্যাগ করেন।  

ছাত্র নেতারা তদন্তে স্বচ্ছতা দাবি করে বলেছেন, ওই রেল স্টেশনের সংস্কার কার্যক্রমের সাথে সম্পর্কিত সব দলিল প্রকাশ করতে হবে।  

এমন পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক গতকাল (সোমবার) জাতির উদ্ধেশ্যে ভাষণ দেন। 

তিনি সংকট উত্তরণে নিজের অঙ্গিকার ব্যক্ত করে বিক্ষোভকারীদের সাথে আলোচনা অনুষ্ঠান আয়োজনের কথা বলেন। তিনি তার ভাষণে বলেন, কয়েক হাজার ডকুমেন্ট আগেই প্রকাশ করা হয়েছে। নোভি স্যাড ট্র্যাজেডি সম্পর্কিত আর কোন দলিল আমাদের কাছে নাই। 

নোভি স্যাড ট্র্যাজেডির প্রতিবাদে গত শুক্রবার সার্বিয়ার ছাত্ররা দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালন করে। যে ধর্মঘটে আইনজীবীরাও কর্মবিরতিতে যায় এবং দেশটির স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
১০