দক্ষিণ কোরীয় যাত্রীবাহী বিমানে আগুন

বাসস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৯:৫২

 

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৫ (বাসস): দক্ষিণ কোরিয়ার বুসানের একটি বিমানবন্দরে এয়ার বুসানের একটি বিমানে আকস্মিকভাবে আগুন ধরে যায়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপের উদ্ধৃতি দিয়ে ‘নিউইয়র্ক টাইমস’ এ খবর জানায়।

আগুন লাগার সাথে সাথেই বিমানের সকল যাত্রী ও ক্রুদের সরিয়ে নেয়া হয়েছে।

স্থানীয় দমকল বাহিনীর কর্মকর্তারা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বিমানটি গিমহাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকং যাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ আগে বিমানটির লেজে আকস্মিকভাবে আগুন ধরে যায়।

এদিকে বুসান দমকল বিভাগ জানিয়েছে, ১শ’ ৬৯ জন যাত্রী ৭ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় মিডিয়াতে সম্প্রচারিত অগ্নিকাণ্ডের ভিডিওতে দেখা গেছে. ফায়ার সার্ভিসের ইউনিটগুলো বিমানটিকে ঘিরে রেখেছে এবং বিমান থেকে ধোঁয়া বের হচ্ছে।

তবে কীভাবে বিমানটিতে আগুন লেগেছে সেসম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
বনানীর সিসা বারে ছুরিকাঘাতে যুবক হত্যা : দুই আসামির রিমান্ড
টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হবে ১২ অক্টোবর
সিলেটে লুট করা আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ
ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ভেলোসিটি ১৫কে রান এডিশন ১'
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল শুরু
উৎসবমুখর পরিবেশে সিলেটে জন্মাষ্টমী উৎসব পালিত
রাঙ্গামাটিতে জেএফএ অনূর্ধ্ব-১৪ উইমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু
১০