বিশ্বের দরিদ্র দেশগুলোকে জীবনরক্ষাকারী ওষুধ দিবেনা যুক্তরাষ্ট্র

বাসস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৫:২৪

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৫(বাসস): ট্রাম্প প্রশাসন বিশ্বের দরিদ্র দেশগুলোতে এইচআইভি, ম্যালেরিয়া এবং যক্ষ্মা রোগের মতো জীবনরক্ষাকারী ওষুধের সরবরাহ বন্ধ করে দিচ্ছে। পাশাপাশি, বিশ্বব্যাপী ইউএসএআইডি সমর্থিত দেশগুলোতে নবজাতক শিশুদের জন্য চিকিৎসা সরঞ্জামও বন্ধ করে দিবে দেশটি।

সংশ্লিষ্ট সূত্র ‘দ্য গার্ডিয়ান’কে জানিয়েছে,  গতকাল মঙ্গলবার ঠিকাদার এবং অংশীদার যারা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর সঙ্গে কাজ করে, তারা অবিলম্বে কাজ বন্ধ করার জন্য এই ধরনের মেমো পাওয়া শুরু করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ জানুয়ারি ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের পর থেকে মার্কিন সহায়তা এবং তহবিলের ওপর বৃহত্তর স্থবিরতারই অংশ এই পদক্ষেপ। 

এ ধরনের একটি মেমো বৃহৎ মার্কিন পরামর্শক সংস্থা কেমোনিক্সের কাছেও গেছে, যারা ইউএসএআইডির সাথে বিশ্বব্যাপী বিভিন্ন পরিস্থিতির জন্য ওষুধ সরবরাহের কাজ করে।

ইউএসএআইডি’র একটি সূত্র এবং একজন সাবেক ইউএসএআইডি কর্মকর্তা গার্ডিয়ানকে বলেছেন, ওই মেমোতে সংস্থাটির এইচআইভি, ম্যালেরিয়া ও যক্ষ্মা এবং সেইসাথে গর্ভনিরোধক এবং মা ও শিশু স্বাস্থ্য সরবরাহ সংক্রান্ত কাজের কথা উল্লেখ করা হয়েছে।

ইউএসএআইডি-এর প্রাক্তন স্বাস্থ্য প্রধান অতুল গাওয়ান্দে বলেছেন,এটি বিপর্যয়কর। দানকৃত ওষুধ এইচআইভি আক্রান্ত ২ কোটি মানুষকে বাঁচিয়ে রাখে। এটিও আজ বন্ধ হয়ে গেছে।

তবে কেমোনিক্স এবং ইউএসএআইডি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের গভীর শোক
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
কঠিন চীবর দানোৎসবের মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধন সুদৃঢ় হবে : পার্বত্য উপদেষ্টা
১০