বিশ্বের দরিদ্র দেশগুলোকে জীবনরক্ষাকারী ওষুধ দিবেনা যুক্তরাষ্ট্র

বাসস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৫:২৪

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৫(বাসস): ট্রাম্প প্রশাসন বিশ্বের দরিদ্র দেশগুলোতে এইচআইভি, ম্যালেরিয়া এবং যক্ষ্মা রোগের মতো জীবনরক্ষাকারী ওষুধের সরবরাহ বন্ধ করে দিচ্ছে। পাশাপাশি, বিশ্বব্যাপী ইউএসএআইডি সমর্থিত দেশগুলোতে নবজাতক শিশুদের জন্য চিকিৎসা সরঞ্জামও বন্ধ করে দিবে দেশটি।

সংশ্লিষ্ট সূত্র ‘দ্য গার্ডিয়ান’কে জানিয়েছে,  গতকাল মঙ্গলবার ঠিকাদার এবং অংশীদার যারা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর সঙ্গে কাজ করে, তারা অবিলম্বে কাজ বন্ধ করার জন্য এই ধরনের মেমো পাওয়া শুরু করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ জানুয়ারি ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের পর থেকে মার্কিন সহায়তা এবং তহবিলের ওপর বৃহত্তর স্থবিরতারই অংশ এই পদক্ষেপ। 

এ ধরনের একটি মেমো বৃহৎ মার্কিন পরামর্শক সংস্থা কেমোনিক্সের কাছেও গেছে, যারা ইউএসএআইডির সাথে বিশ্বব্যাপী বিভিন্ন পরিস্থিতির জন্য ওষুধ সরবরাহের কাজ করে।

ইউএসএআইডি’র একটি সূত্র এবং একজন সাবেক ইউএসএআইডি কর্মকর্তা গার্ডিয়ানকে বলেছেন, ওই মেমোতে সংস্থাটির এইচআইভি, ম্যালেরিয়া ও যক্ষ্মা এবং সেইসাথে গর্ভনিরোধক এবং মা ও শিশু স্বাস্থ্য সরবরাহ সংক্রান্ত কাজের কথা উল্লেখ করা হয়েছে।

ইউএসএআইডি-এর প্রাক্তন স্বাস্থ্য প্রধান অতুল গাওয়ান্দে বলেছেন,এটি বিপর্যয়কর। দানকৃত ওষুধ এইচআইভি আক্রান্ত ২ কোটি মানুষকে বাঁচিয়ে রাখে। এটিও আজ বন্ধ হয়ে গেছে।

তবে কেমোনিক্স এবং ইউএসএআইডি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
১০