তিন দিনের সরকারি সফরে কাজাখস্তান যাচ্ছেন রাশিয়ার প্রধানমন্ত্রী

বাসস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৫:৩৫

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন ২৯ থেকে ৩১ জানুয়ারি কাজাখস্তানে তিনদিনের সরকারি সফর করবেন।

রুশ সরকারের প্রেস সার্ভিসের বরাত দিয়ে মস্কো থেকে বার্তাসংস্থা তাস এ খবর জানায়।

তিনি কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ এবং প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের সাথে দেখা করে দুই দেশের মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, সাংস্কৃতিক এবং মানবিক সহযোগিতার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। আলোচনায় জ্বালানি, শিল্প, পরিবহন, কৃষি এবং অন্যান্য ক্ষেত্রে রুশ-কাজাখ প্রকল্পগুলোয় বিশেষ মনোযোগ দেওয়া হবে।

রুশ সরকারের প্রেস সার্ভিস জানিয়েছে, রাশিয়ার অংশগ্রহণে গাড়ি শিল্প, রেলগাড়ি উৎপাদন, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন এবং রাসায়নিক শিল্পের প্রকল্পসহ কাজাখস্তানে প্রায় ৩০টি বিনিয়োগ প্রকল্প চলছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মস্কো এবং আস্তানা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাঠামোর মধ্যে সফলভাবে সহযোগিতা করে এবং বেশিরভাগ বৈশ্বিক ইস্যুতে একই রকম দৃষ্টিভঙ্গি ভাগ করে নেয়।

মিশুস্তিন ইউরেশিয়ান ইকোনোমিক ফোরাম (ইএইইউ) আন্তঃসরকারি পরিষদ এবং ডিজিটাল ফোরামে যোগ  দেবেন। এছাড়াও তিনি ২০২৫ সালে প্রথম এবং সামগ্রিকভাবে ৪২তম ইউরেশিয়ান আন্তঃসরকারি পরিষদের সভায় অংশগ্রহণ করবেন। সভায় সরকার প্রধানগণ ইউরেশিয়ান অর্থনৈতিক একত্রীকরণ এবং সকল গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতার উন্নয়নের সাথে সম্পর্কিত সাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।

এছাড়াও, রাশিয়ার প্রধানমন্ত্রী ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ডিজিটাল আলমাটি ২০২৫ ফোরামে যোগ দেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের ভবিষ্যৎ এ দেশের মানুষকেই ঠিক করতে হবে : মির্জা ফখরুল 
তুরস্কে বিক্ষোভ নিয়ে ছাত্র ও সাংবাদিক ২০০ জনের বিচার শুরু
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
তিতাস ও বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের উদ্যোগ
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
১০