পারমাণবিক বোমা বর্ষণের ৮০তম বার্ষিকী উপলক্ষে ট্রাম্পকে জাপানের আমন্ত্রণ

বাসস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৫:৩৯

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : হিরোশিমা ও নাগাসাকির মেয়রগণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পারমাণবিক বোমা হামলার ৮০তম বার্ষিকী উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বছর জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। টোকিও থেকে এএফপি খবর জানায়।

ট্রাম্পের কাছে লেখা এক যৌথ চিঠিতে মেয়রগণ তাকে হিবাকুশা (বোমা হামলায় বেঁচে যাওয়া) ব্যক্তিদের কথা সরাসরি শোনার জন্য, শান্তির জন্য তাদের আন্তরিক আকাঙ্ক্ষাকে হৃদয়ে ধারণ করার জন্য এবং পারমাণবিক অস্ত্রের অমানবিকতা সম্পর্কে তার (ট্রাম্পকে) বোধগম্যতা আরো গভীর করার আহ্বান জানিয়েছেন।

বুধবার এএফপির সাথে শেয়ার করা ২৮ জানুয়ারির চিঠিতে বলা হয়েছে, আমাদের আন্তরিক আশা আপনি পারমাণবিক নির্ভরতার ধারণা থেকে বেরিয়ে আসবেন এবং পারমাণবিক অস্ত্র বিলুপ্তি এবং স্থায়ী বিশ্ব শান্তি বাস্তবায়নে দৃঢ় নেতৃত্ব গ্রহণ করবেন।

১৯৪৫ সালের ৬ এবং ৯ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের দু’টি শহর হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে। যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঘটনা এই দু’টিই প্রথম। এর কয়েকদিন পর জাপান আত্মসমর্পণ করে।

হিরোশিমায় প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ এবং নাগাসাকিতে প্রায় ৭৪ হাজার মানুষ মারা যায়। যার মধ্যে অনেকেই বিস্ফোরণ থেকে বেঁচে গিয়েছিলেন কিন্তু পরে তেজস্ক্রিয়তার প্রভাবে মারা যান।

ওয়াশিংটন কখনও এই বোমা হামলার জন্য ক্ষমা চায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
১০