পারমাণবিক বোমা বর্ষণের ৮০তম বার্ষিকী উপলক্ষে ট্রাম্পকে জাপানের আমন্ত্রণ

বাসস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৫:৩৯

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : হিরোশিমা ও নাগাসাকির মেয়রগণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পারমাণবিক বোমা হামলার ৮০তম বার্ষিকী উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বছর জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। টোকিও থেকে এএফপি খবর জানায়।

ট্রাম্পের কাছে লেখা এক যৌথ চিঠিতে মেয়রগণ তাকে হিবাকুশা (বোমা হামলায় বেঁচে যাওয়া) ব্যক্তিদের কথা সরাসরি শোনার জন্য, শান্তির জন্য তাদের আন্তরিক আকাঙ্ক্ষাকে হৃদয়ে ধারণ করার জন্য এবং পারমাণবিক অস্ত্রের অমানবিকতা সম্পর্কে তার (ট্রাম্পকে) বোধগম্যতা আরো গভীর করার আহ্বান জানিয়েছেন।

বুধবার এএফপির সাথে শেয়ার করা ২৮ জানুয়ারির চিঠিতে বলা হয়েছে, আমাদের আন্তরিক আশা আপনি পারমাণবিক নির্ভরতার ধারণা থেকে বেরিয়ে আসবেন এবং পারমাণবিক অস্ত্র বিলুপ্তি এবং স্থায়ী বিশ্ব শান্তি বাস্তবায়নে দৃঢ় নেতৃত্ব গ্রহণ করবেন।

১৯৪৫ সালের ৬ এবং ৯ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের দু’টি শহর হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে। যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঘটনা এই দু’টিই প্রথম। এর কয়েকদিন পর জাপান আত্মসমর্পণ করে।

হিরোশিমায় প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ এবং নাগাসাকিতে প্রায় ৭৪ হাজার মানুষ মারা যায়। যার মধ্যে অনেকেই বিস্ফোরণ থেকে বেঁচে গিয়েছিলেন কিন্তু পরে তেজস্ক্রিয়তার প্রভাবে মারা যান।

ওয়াশিংটন কখনও এই বোমা হামলার জন্য ক্ষমা চায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
বনানীর সিসা বারে ছুরিকাঘাতে যুবক হত্যা : দুই আসামির রিমান্ড
টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হবে ১২ অক্টোবর
সিলেটে লুট করা আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ
ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ভেলোসিটি ১৫কে রান এডিশন ১'
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল শুরু
উৎসবমুখর পরিবেশে সিলেটে জন্মাষ্টমী উৎসব পালিত
রাঙ্গামাটিতে জেএফএ অনূর্ধ্ব-১৪ উইমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু
১০