আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা’র অর্থ বোঝার চেষ্টা করুন: ইইউকে ইরান

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৪:২৯

ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস): ইসলামি প্রজাতন্ত্র ইরান আন্তর্জাতিক সমাজকে হুমকি দিচ্ছে এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বিপদ ডেকে আনছে বলে অভিযোগ আনার আগে ইউরোপীয় ইউনিয়নকে ‘হুমকি’ এবং ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা’র মতো ধারণাগুলোর অর্থ বোঝার পরামর্শ দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরান থেকে এএফপি এই খবর জানায়।

বুধবার ইউরোপীয় ইউনিয়নের নতুন পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাস এবং তার মুখপাত্র ইরানের মানবাধিকার রেকর্ড এবং দেশটির পারমাণু কর্মসূচি সম্পর্কে যে দাবি করেছেন তার জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এসব মন্তব্য করেন।

বাকায়ি জোর দিয়ে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইইউ’র অভিযোগগুলো এমন এক সময় এসেছে যখন বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য প্রধান এবং স্থায়ী হুমকি হচ্ছে বর্ণবাদ এবং দখলদার ইসরাইলি শাসনব্যবস্থা।

এ সম্পর্কে বাকায়ি আরও বলেছেন, ‘এই শাসক গোষ্ঠীর কাছে গণবিধ্বংসী অস্ত্রের মজুত রয়েছে এবং তারা জঘণ্য আন্তর্জাতিক অপরাধ সংঘটিত করেছে। তেল আবিব শাসক গোষ্ঠী ১৫ মাসের মধ্যে গাজা উপত্যকায় ৬০ হাজারের বেশি নিরীহ মানুষের জীবন কেড়ে নিয়েছে এবং তারা গাজা উপত্যকাসহ অন্য স্থানে গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে আসছে।’

ইউক্রেন সংকটে ইরানের ‘জড়িত থাকার’ বিষয়ে ইইউর দাবিও এই কর্মকর্তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। ইসলামি প্রজাতন্ত্র ইরান রাশিয়াকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে যে দাবি করা হচ্ছে তাও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন বাকায়ি।

তিনি জোর দিয়ে বলেছেন, এই সংকটের সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই এবং ইসলামি প্রজাতন্ত্র সব সময় যুদ্ধবিরতি এবং সংকট নিরসনের জন্য কূটনীতি ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
১০