গুয়েতেমালায় পালিয়ে আসা কয়েকশ’ মেক্সিকান দেশে ফিরেছেন

বাসস
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৬

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : মাদক চোরাকারবারিদের সহিংসতার কারণে গত বছর প্রতিবেশী গুয়েতেমালায় পালিয়ে আসা কয়েকশ’ মেক্সিকান নিজ দেশে ফিরেছেন। গুয়েতেমালা কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে।

গুয়াতেমালা থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানায়।

অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের মধ্যে জুলাই মাসে দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাস থেকে শিশু এবং বয়স্ক সহ প্রায় ৬শ’ মেক্সিকান সীমান্ত অতিক্রম করে। 

গুয়াতেমালার ইনস্টিটিউট অফ মাইগ্রেশন এক বিবৃতিতে জানায়, ‘মেক্সিকান কর্তৃপক্ষের এই অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার কারণে তাদের দেশে ফেরা সম্ভব হয়েছে।’

এতে আরো বলা, মানবিক কারণে দুইজন প্রাপ্তবয়স্ক এবং এক শিশু সেখানেই থাকবে বলেও জানানো হয়েছে।

চিয়াপাস তার ঘন জঙ্গল, আদিবাসী সম্প্রদায় এবং প্রাচীন মায়ান ধ্বংসাবশেষের জন্য পর্যটকদের আকর্ষণ করে। তবে এটি মাদক এবং মানব পাচারকারীদের রুট নিয়ন্ত্রণের জন্য লড়াইরত গ্যাংগুলোর মধ্যে মাঝে মাঝে তীব্র যুদ্ধে জড়িয়ে পড়ে।

গত জুনে, চিয়াপাসে মাদক পাচারকারীদের মধ্যে সংঘর্ষে ১৯ জন নিহত হয়। যার মধ্যে বেশ কয়েকজন গুয়াতেমালানও ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের গুলশানের একটি ফ্ল্যাট জব্দ
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
১০