মালিতে স্বর্ণের খনি ধসে ৪৮ জন নিহত

বাসস
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৪

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : মালির পশ্চিমাঞ্চলে শনিবার অবৈধভাবে পরিচালিত একটি স্বর্ণের খনিতে ধসের ঘটনায় কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছে। 

কর্তৃপক্ষ এবং স্থানীয় সূত্রের বরাত দিয়ে মালির বামাকো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। 

মালি আফ্রিকার শীর্ষস্থানীয় স্বর্ণ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি। খনির স্থানগুলোতে নিয়মিতভাবে মারাত্মক ভূমিধসের কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে।

বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে মালি একটি। দেশটিতে মূল্যবান ধাতুটির অনিয়ন্ত্রিত খনির নিয়ন্ত্রণ করার জন্য কর্তৃপক্ষ লড়াই করে যাচ্ছে। 

পুলিশের এক সূত্র জানায়, খনি ধসে ৪৮ জন নিহত হয়েছেন। এই ৪৮ জনসহ আজ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮ শত জনে। 

নিহতদের মধ্যে কয়েকজন পানিতে পড়ে মারা গেছেন। তাদের মধ্যে একজন মহিলাও ছিলেন এবং তার পিঠে শিশু ছিল।

স্থানীয় এক কর্মকর্তা ধ্বসের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে কেনিয়েবা স্বর্ণখনি শ্রমিক সমিতিও ৪৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি পরিবেশবাদী সংস্থার প্রধান এএফপিকে জানায়, হতাহতদের সন্ধান চলছে। 

সূত্র এএফপিকে জানায়, শনিবারের দুর্ঘটনাটি একটি পরিত্যক্ত স্থানে ঘটেছে। এটি পূর্বে একটি চীনা কোম্পানি পরিচালনা করত।

জানুয়ারিতে, দক্ষিণ মালিতে অপর একটি স্বর্ণ খনিতে ভূমিধসে কমপক্ষে ১০ জন নিহত এবং অনেকে নিখোঁজ হয়। যাদের বেশিরভাগই মহিলা। 

মাত্র এক বছরেরও বেশি সময় আগে, একই অঞ্চলে শনিবারের ভূমিধসের মত আর একটি স্বর্ণের খনির সুড়ঙ্গ ধসে ৭০ জনেরও বেশি লোক মারা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টানা দ্বিতীয় এনসিএল টি-টোয়েন্টি শিরোপায় চোখ রংপুরের
শেরপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নারী সমাবেশ
একটি রাজনৈতিক দল ইসলাম ধর্মকে ব্যবহারের চেষ্টা করছে : এ্যানি
সাবেক নৌপ্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজামের দাফন সম্পন্ন
যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত বিদেশিদের গ্রহণ করল গুয়াতেমালা
চট্টগ্রামে আগামীকাল শুরু হচ্ছে স্তন ক্যানসার প্রশিক্ষণ 
ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে, এবার সুশাসনের জন্য বিপ্লব করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
ফরিদপুরে গ্রামীণ ফুটবল প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল
কর্ণফুলীর ডিপ সি ডক এলাকা থেকে জাহাজ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
স্বর্ণপদকপ্রাপ্ত উদ্ভাবক জিহাদের পাশে ‘আমরা বিএনপি পরিবার’
১০