বেলজিয়ামে গুলিতে একজন নিহত

বাসস
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১০

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বেলজিয়াম কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, মাদক-সম্পর্কিত সহিংসতার কেন্দ্রস্থল ব্রাসেলস জেলায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।

ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ব্রাসেল প্রসিকিউটরের কার্যালয় জানায়, সন্ধ্যায় অ্যান্ডারলেখটের শ্রমিক-শ্রেণীর ক্লেমেনসো মেট্রো স্টেশনের কাছে গুলির ঘটনা ঘটে এবং এই ঘটনায় একজন নিহত হন।

এতে আরো বলা হয়েছে, ঘটনাটি ফেডারেল পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। 

গত সপ্তাহে ক্লেমেনসোর কাছে দুই বন্দুকধারী স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি চালিয়ে হত্যার চেষ্টা করলে ভোরের ট্রেনের যাত্রীরা মেট্রো টানেলের দিকে পালিয়ে যায়। এই ঘটনার কিছু দিন পর জেলায় আরো দু’টি গুলি চালানোর ঘটনা ঘটে। যার মধ্যে একটি ছিল প্রাণঘাতী।

স্থানীয় কর্মকর্তারা সহিংসতা বৃদ্ধির জন্য প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে ’টার্ফ ওয়ার’কে দায়ী করেছেন। 

প্রতিদ্বন্দ্বী মাদক চক্রের মধ্যে বিরোধের সাথে যুক্ত বন্দুক অপরাধের সংখ্যা ব্রাসেলসে বৃদ্ধি পেয়েছে।

পুলিশ জানায়, গত বছর ব্রাসেলসে ৯২টি গুলিবর্ষণের ঘটনায় নয়জন নিহত এবং ৪৮ জন আহত হয়েছে। 

ইউরোপীয় মূল ভূখণ্ডের উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত বেলজিয়াম মাদক পাচারকারী অপরাধী দলগুলোর একটি কেন্দ্র হয়ে উঠেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৩ জন হাসপাতালে ভর্তি
এভারেস্ট জয়ের ৫০ বছর: হাজারতম নারী আরোহণের দ্বারপ্রান্তে
শেরপুরে লোকালয় থেকে উদ্ধারকৃত সজারু বনে অবমুক্ত
মুক্তিযোদ্ধা আব্দুল গোফরানের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
রেললাইন সংলগ্ন এলাকায় হাট বসানো যাবে না
আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি
কাল একই দিনে পুনরায় শুরু হচ্ছে আইপিএল ও পিএসএল
জুলাই আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা ঐক্য বুকে ধারণ করতে হবে: ডা. শফিকুর রহমান
পটুয়াখালীতে কৃষকদের মধ্যে গোলপাতা বীজ বিতরণ
ইসলামাবাদে যুক্তরাজ্য ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
১০