সুইডেনে তুষার ঝড়ের কারণে সৃষ্ট সড়ক দুর্ঘটনায় শতাধিক আহত

বাসস
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৫

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : পূর্ব সুইডেনে তীব্র তুষারঝড়ের ফলে শনিবার কয়েক ডজন যানবাহনের দুটি বড় ধরণের সড়ক দুর্ঘটনায় শতাধিক আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে স্টকহোম থেকে এএফপি এ খবর জানায়। 

স্থানীয় সংবাদমাধ্যমের ফুটেজে কয়েক ডজন গাড়ি এবং ট্রাক একে অপরের সাথে ধাক্কা খেতে দেখা যায়, যার মধ্যে অনেকগুলোই মূলত ধ্বংস হয়ে গেছে। এসব গাড়ির সবগুলোই তুষারে ঢাকা পড়ে গেছে।

দেশটির জরুরি তথ্য কর্তৃপক্ষ সংক্ষিপ্তভাবে সতর্ক করে দেয় যে দুর্ঘটনাগুলো উপসালা অঞ্চলে "স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর একটি বড় ধরণের চাপ তৈরি করেছে" এবং স্থানীয় সরকার জরুরি ব্যবস্থা গ্রহনের ঘোষণা দিয়েছে।

আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা মিকায়েল কোহলার এএফপিকে বলেন, সন্ধ্যার মধ্যে হাসপাতালগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু করেছে।

তিনি বলেন, ‘ই-১৮ সড়কে এ দুর্ঘটনার পর মোট ১০৬ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।’ কর্মকর্তারা এই সড়কে প্রায় ৯৫টি গাড়ি সংঘর্ষে লিপ্ত হয়েছিল বলে জানান।

কোহলার বলেন, শনিবার সন্ধ্যায় আহতদের মধ্যে দুজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

সুইডিশ পরিবহন প্রশাসন তাদের ওয়েবপেজে উপসালা কাউন্টির রাস্তা ব্যবহারকারীদের রাস্তায় বের না হওয়ার জন্য অনুরোধ করেছেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর ১৯টি কোরবানির পশুর হাটে থাকছে সর্বোচ্চ নিরাপত্তা
কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত
ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
অর্থনীতির ধীরগতির কারণে আবারও মূল সুদহার কমালো মেক্সিকোর কেন্দ্রীয় ব্যাংক
কোরবানি ঈদে প্রত্যেক হাটে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বসবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
বরেন্দ্র অঞ্চলের মাটির অবনতি পুনরুদ্ধারে বিশেষজ্ঞদের পরামর্শ
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
চট্টগ্রামে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু
তথ্য উপদেষ্টার মাথায় বোতল নিক্ষেপের ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি
পেছনের চাকা হারানোর পর বিমানের ফ্লাইট ঢাকায় নিরাপদে অবতরণ 
১০